Khel Ratna Awards: খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু,মনিকা বাত্রা, ভিনেশ ফোগত, অর্জুন ইশান্ত, দ্যুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2020 05:25 PM (IST)
Rajiv Gandhi Khel Ratna Awards 2020: রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার রোহিত শর্মা। ইশান্ত শর্মাকে বাছা হয়েছে অর্জুন খেতাবের জন্য
নয়াদিল্লি: এ বছর রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার রোহিত শর্মা, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, কুস্তিগীর ভিনেশ ফোগত ও হকি প্লেয়ার রানি। বিসিসিআই কিছুদিন আগে দেশের খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাজীব গাঁধী খেলরত্ন সম্মানের জন্য রোহিতের নাম সুপারিশ করেছিল। তা গৃহীত হয়েছে। পাশাপাশি ক্রিকেটার ঈশান্ত শর্মা, দীপ্তি শর্মা, অ্যাথলিট দ্যুতি চাঁদ, শুটার মনু ভাকের পাচ্ছেন অর্জুন পুরস্কার। তাঁদের নিয়ে মোট ২৭ জন পাচ্ছেন অর্জুন খেতাব।