কলকাতা: টালিগঞ্জে দীর্ঘদিন কাজ করার সুবাদে পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। সকলেই এক বাক্যে জানাচ্ছেন, তাপস পালের মত প্রতিভাধর অভিনেতা টালিগঞ্জে কার্যত ছিল না। তাঁর রাজনৈতিক মতামতের সঙ্গে তাঁদের অমিল থাকতে পারে কিন্তু অভিনেতা তাপসের সকলে গুণমুগ্ধ।


উত্তরা ও মন্দ মেয়ের উপাখ্যান ছবিতে তাপস কাজ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে। নিজের এতদিনের রোম্যান্টিক ইমেজ পুরোপুরি ভেঙে ফেলে তাঁকে দেখা যায় সম্পূর্ণ অন্যরকম মেঠো চরিত্রে। সেই স্মৃতিচারণ করে বুদ্ধদেব জানিয়েছেন, তাপস অসম্ভব উঁচুদরের অভিনেতা ছিলেন, তাঁর তুল্য অভিনেতা বর্তমান টালিগঞ্জে নেই। কিন্তু তাঁর যথার্থ মূল্যায়ন হয়নি। রাজনীতিতে এসে তিনি যে ধরনের বক্তব্য রাখেন তার সঙ্গে বুদ্ধদেব একমত ছিলেন না, তাপসের সঙ্গে দেখা হতে তাঁকে জানিয়েওছিলেন সে কথা।

হরনাথ চক্রবর্তীর সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তাপস। গুরুদক্ষিণা ছবিতে অঞ্জন চৌধুরীর সহকারী ছিলেন হরনাথ, সেটাই তাপসের সঙ্গে তাঁর প্রথম ছবি। পরিচালনায় আসার পর দুজনে এক সঙ্গে করেছেন মঙ্গলদীপ, সংঘর্ষ-র মত বেশ কয়েকটি ছবি। সদ্যপ্রয়াত অভিনেতার স্মৃতিচারণে হরনাথ জানিয়েছেন, তাপস হইহই করে কাজ করতেন, খেতে ভালবাসতেন। তাঁদের সম্পর্ক নায়ক-পরিচালকের ছিল না, দীর্ঘদিন ধরে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। তাপসের প্রয়াণে তিনি বাকরুদ্ধ, টালিগঞ্জ হারাল এক প্রকৃত ভাল অভিনেতাকে।