মুম্বই: সরাসরি স্বীকার না করলেও, দিশা পটানি ও টাইগার শ্রফ যে সম্পর্কে আছেন, সে-কথা জানতে কারও বাকি নেই। তাঁদের একসঙ্গে নৈশভোজে যাওয়া কিংবা ছবি দেখতে যাওয়ার নানা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি দিশা-ঘনিষ্ঠ একজনের কাছে জানা গেল চমকপ্রদ খবর!
তাঁদের সম্পর্কে জোর খাটে বেশি দিশারই। তেমনটাই বলছে সূত্র। টাইগারের উপর নাকি নানা নিয়ম চাপিয়ে রেখেছেন তাঁর বান্ধবী! এই যেমন, পর্দায় কোনও নায়িকার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না। ঘনিষ্ঠ চুম্বন-দৃশ্যে তো কড়া নিষেধ!
পর্দার বাইরেও টাইগার কোনও মেয়ের সঙ্গে মেলামেশা করলেও রেগে যান দিশা। তবে নিয়মটা কি একতরফাই?
দিশা মালং' ছবিতে আদিত্য রয় কপূরের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। ছবিতে দিশার আকর্ষণীয় চেহারাও তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বিকিনি ও সুইমশ্যুটে নায়িকাকে দেখে বেবাক দিশা-ভক্তরা।
এই নিয়ে দিশার ঘনিষ্ঠ বন্ধু বলেন, ভাগ্যিস পর্দায় পেশীবহুল চেহারা দেখানোর ক্ষেত্রে টাইগারকে বারণ করেননি দিশা!
তবে কি আদিত্য রয় কপূরের জন্যই নিয়ম ভাঙলেন দিশা? এবার কি বলবেন টাইগার? এই প্রশ্নটাই ঘুরছে বলিউডের আনাচে-কানাচে।
টাইগারের উপর হাজারো বিধিনিষেধ! নিজেই আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় দিশার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2020 07:27 PM (IST)
দিশা মালং' ছবিতে আদিত্য রয় কপূরের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। ছবিতে দিশার আকর্ষণীয় চেহারাও তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বিকিনি ও সুইমশ্যুটে নায়িকাকে দেখে বেবাক দিশা-ভক্তরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -