নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট' বা 'আফস্পা'-র (AFSPA) অধীনে থাকা এলাকার পরিসর কমছে, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। আর নির্দিষ্ট করে বললে,'আফস্পা'-র আওতাধীন উপদ্রুত এলাকার পরিসর কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নাগাল্যান্ড (Nagaland), মণিপুর (Manipur) ও অসমের (Assam) একাধিক এলাকা এর ফলে উপদ্রুত এলাকার তকমামুক্ত হবে। উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত, ট্যুইটারে জানিয়েছেন শাহ।


ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর...
'উত্তরপূর্বের জন্য ঐতিহাসিক দিন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে আরও একবার আফস্পা-র আওতাধীন উপদ্রুত এলাকার পরিসর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর পূর্ব ভারতে যে ভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, একমাত্র মোদি সরকারের আমলেই উত্তর পূর্বে নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। ফলে এই এলাকায় দ্রুত উন্নতি হচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। উত্তরপূর্বের বাসিন্দাদের সঙ্গে ভারতের বাকি অংশের আত্মিক যোগাযোগ তৈরির জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহ। 


আফস্পা কী?
'আফস্পা'-র সৌজন্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য় উপদ্রুত এলাকায় বিশেষ ক্ষমতার অধিকারী সেনাবাহিনী। এই ক্ষমতার জেরে যে কোনও সময়ে তল্লাশি, গ্রেফতারি এমনকি প্রয়োজনে গুলিও চালাতে পারেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এই আইনের আওতায় কোনও জেলা বা এলাকায় উপদ্রুত তকমাভুক্ত হলে সেখানে যে কোনও সময়ে অভিযান চালাতে পারে সেনাবাহিনী। এর আগে, গত বছর মার্চেও কমছে উত্তর-পূর্বের রাজ্যে আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।সে সময়ও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়নের কারণেই শান্তি ফিরেছে উত্তর-পূর্বে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকা কমানোর সিদ্ধান্ত। ট্যুইট করে দাবি করেন অমিত শাহ। সেই সময়ে জানানো হয়েছিল, অসমের স্রেফ ৯টি জেলা ও একটি সাব ডিভিশনে জারি থাকবে আফস্পা। ‘অসমের ৬০ শতাংশ এলাকা থেকে তুলে দেওয়া হবে আফস্পা। নামনি অসম, মধ্য অসম ও উজান অসমে মধ্যরাত থেকেই উঠে যাবে আফস্পা’, বলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বছরখানেক পর ফের নতুন সিদ্ধান্ত।


কয়েক দশক ধরে জারি আফস্পা...
১৯৫৮ সালে সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) জারি করা হয়। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বারবার আফস্পার অপব্যবহারের অভিযোগ উঠেছে। আফস্পা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন মানবাধিকার কর্মীরা। অবশেষে আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানো হচ্ছে।


আরও পড়ুন:বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প, ফের বৃষ্টির পূর্বাভাস ! আপনার জেলায় কী হবে ?