হলদিয়া: হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি। এইচডিএ-র ভাইস চেয়ারম্যান হলেন । আগে এইচডিএ-র চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। সাধন জানার আগে ভাইস চেয়ারম্যান ছিলেন ফিরোজা বিবি।


হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন কমিটিতে রাখা হল দিব্যেন্দু অধিকারীকেও। কমিটিকে রাখায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দিব্যেন্দু। এমকেডিএ-র নতুন চেয়ারপার্সন শিউলি সাহা। মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারপার্সন। আগে এমকেডিএ-র চেয়ারম্যান ছিলেন মৃগেন মাইতি। মৃগেন মাইতির মৃত্যুর পরে দায়িত্বে এলেন শিউলি সাহা।

উল্লেখ্য জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাতেই ঘুরে গিয়েছে রাজ্য রাজনীতির সমীকরণ। তাঁর বাবা শিশির অধিকারী এবং সেজ ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ। তাঁরাও কি বাড়ির মেজছেলের পথে হাঁটবেন? এই জল্পনার মধ্যেই দু’দিন আগে খড়দায় বিজেপির সভামঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু। বলেন, আমার বাড়িতেও পদ্ম ফুটবে।

এই প্রেক্ষাপটেই কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দ্যুকে। পুর ও নগরোন্নয়ন দফতরের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করলেন অধিকারী পরিবারের ছোট ছেলে। ৪ জানুয়ারি মামলার শুনানি হবে। অপসারণের পিছনে  উদ্দেশ্য থাকতে পারে বলে অভিমত জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।