লখনউ: লাভ জিহাদ রুখতে শিগগিরই কঠোর আইন আনতে চলেছে  তাঁর সরকার। যদি কেউ পরিচয় লুকিয়ে আমাদের বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তার রাম নাম সত্য হ্যায় হয়ে যাবে। ইঙ্গিতে এভাবেই খুনের হুঁশিয়ারি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


উপনির্বাচন উপলক্ষ্যে জৌনপুর গিয়েছিলেন যোগী। সেখানেই বক্তৃতায় তিনি বলেন, এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য ধর্ম পরিবর্তন জরুরি নয়। রাজ্য সরকার লাভ জিহাদে দাঁড়ি টানতে চলেছে। যারা পরিচয় লুকিয়ে আমাদের বোনেদের সম্মান নিয়ে খেলতে চায়, তাদের সাবধান করছি। যদি এখনও সতর্ক না হও, রাম নাম সত্য হ্যায় হয়ে যাবে।

যারা লাভ জিহাদে জড়িত, তাদের পোস্টার রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হবে বলেও তিনি জানিয়েছেন।

রাজ্যের নানা জায়গা থেকে এমন ঘটনার খবর আসতে থাকায় অগাস্টে স্বরাষ্ট্র দফতরের বরিষ্ঠ সরকারি আধিকারিকদের আদিত্যনাথ নির্দেশ দেন, লাভ জিহাদ বন্ধ করার জন্য পরিকল্পনা তৈরি করতে। কিছুদিন আগে চালু হওয়া মিশন শক্তি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রকল্প মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করবে। এর দ্বিতীয় ভাগ অপারেশন শক্তি ইভটিজারদের শায়েস্তা করবে।

এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে বলেছে, শুধু বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিচারপতি ত্রিপাঠী বলেন, ইসলামে বিশ্বাস ছাড়াই শুধু বিয়ের জন্য কোনও মহিলা বা পুরুষ যদি ধর্মান্তরিত হয়ে থাকেন,  তবে তা ইসলাম ধর্মে আইনসম্মত ধর্মান্তরণ বলে মনে করা হবে না। এই রায়ের উল্লেখ করে যোগী বলেছেন, আদালতের রায় মানা হবে, নিশ্চিত করা হবে মহিলাদের মর্যাদা।