নয়াদিল্লি: জয়সলমেরে সেনা জওয়ানদের সঙ্গে এই বছর দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতিটি বছর দীপাবলিটা সেনাদের সঙ্গেই কাটান মোদি। এবারও এই ট্র্যাডিশন ভাঙলেন না। এবার তিনি রাজস্থানে। কাটাচ্ছেন দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরায় থাকা মানুষগুলোর সঙ্গে, যাঁদের পরিবার আজ অনেক দূরে। কাছের মানুষদের থেকে দূরে থেকেই কাটছে উৎসবের মরসুম।
প্রধানমন্ত্রী বলেন, 'লঙ্গেওয়ালা পোস্টেই ইতিহাস গড়েছে ভারতীয় সেনা। এখানেই সমুচিত শিক্ষা দেওয়া হয়েছিল পাকিস্তানকে। জঙ্গিদের ঘরে ঢুকে মারা হয়েছে।'


সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, সীমান্ত সুরক্ষায় কোনওরকম আপস নয়।



প্রধানমন্ত্রী দীপাবলিতে দেশের সুরক্ষায় নিয়োজিত সেনা জওয়ানদের সম্মানে প্রত্যেককে একটি করে প্রদীপ জ্বালানোর আর্জি জানিয়েছেন।

দীপাবলি উপলক্ষ্যে এদিন টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লেখেন, ‘দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা। উৎসব সবার জীবনে সুখ-শান্তি আনুক। প্রত্যেকে সুস্থ থাকুন।’