কলকাতা: এক চিকিত্‍সককে প্রতারণার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করল পুলিশ। তিনি ওই চিকিৎসকের মোটরবাইক নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। তাঁর কাছ থেকে মোটরবাইক ও অন্যত্র চুরি করা মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই চিকিত্‍সক অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন, তিনি একটি মোটরবাইক বিক্রি করতে চান। সেই বিজ্ঞাপন দেখে গৌরাঙ্গ কীর্তনীয়া নামে এক যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তারপর চালিয়ে দেখবেন বলে মোটরবাইক নিয়ে পালিয়ে যান। ওই চিকিত্‍সক যাদবপুর থানায় অভিযোগ জানান। অভিযুক্ত যুবকের মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর ২৪ পরগনার হৃদয়পুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।