উত্তর ২৪ পরগনা: সোদপুরের চিকিত্সক দম্পতির অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার। ওড়িশা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। চেক জালিয়াতি করে টাকা লোপাট, দাবি তদন্তকারীদের। নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
যেমন হঠাৎ করে ওই চিকিত্সক দম্পতির অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ হয়েছিল প্রায় ২১ লক্ষ টাকা, তেমনই ম্যাজিকের মতো তা ফিরেও এল যথাস্থানে।টাকা লোপাটের ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার হল দুই অভিযুক্ত।
ঘটনার সূত্রপাত সপ্তাহ দেড়েক আগে। ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের চিকিত্স্ক অপর্ণা হাজরার দাবি, ২৮ সেপ্টেম্বর তাঁর মোবাইল ফোনে সিম কার্ড ব্লক হয়ে যাওয়ার মেসেজ আসে। তিনি নতুন সিম কার্ড নেন। সপ্তাহখানেকের মধ্যে স্বামী শ্যামলের মোবাইল ফোনেও একই ঘটনা ঘটে। দম্পতির দাবি, তাঁরা বুঝতে পারেন, তাঁদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ২১ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। ওই ব্যাঙ্কে তাঁদের কোনও এটিএম কার্ড ছিল না। ৮ অক্টোবর খড়দা থানায় অভিযোগ দায়ের হয়।তার চারদিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত। উদ্ধার হয় খোয়া যাওয়া টাকা। টাকা উদ্ধার হলেও এই ঘটনার পর থেকে চরম অনিশ্চয়তায় ভুগছেন চিকিত্সক দম্পতি।