নয়াদিল্লি: তামিলনাড়ূর ক্লাস সেভেনের এক ছাত্রী গত কয়েক মাস ধরে তলপেটে ঘনঘন যন্ত্রণার সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে গেলে তাঁরা অস্ত্রোপচার করে তার পেট থেকে যা যা বের করলেন, শুনলে বিশ্বাসই হবে না আপনার, চমকে উঠবেন আপনি। ১৩ বছরের কিশোরীর পেট থেকে বেরল একাধিক শ্য়াম্পুর প্যাকেট, আধ কেজির বেশি মানুষের মাথার চুল!
বেসরকারি ভিজিএম হাসপাতালের চেয়ারম্যান ভি কে মহাপাত্র জানিয়েছেন, মেয়েটিকে বাবা-মা হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা করে তলপেটে একটি বলের মতো দেখতে বস্তু দেখতে পান ডাক্তাররা। এন্ডোস্কোপি করে সেটি বের করার চেষ্টা হলেও তা সফল না হওয়ায় ঠিক হয়, অপারেশন করা হবে। সেইমতো সার্জন গোকুল কৃপাশঙ্কর ও তাঁর টিম অস্ত্রোপচার করে চুল, খালি শ্যাম্পুর প্যাকেটগুলি বের করেন মেয়েটির পেট থেকে।
জানা গিয়েছে, কোনও এক ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে মনমরা হয়ে পড়ে মেয়েটি। তখন থেকে সে ফাঁকা শ্যাম্পুর প্যাকেট, চুল খেতে শুরু করে। সেগুলি তার পেটে জমতে থাকে। তা থেকেই ব্যাথা হত। তবে অস্ত্রোপচারের পর এখন ক্রমশ সুস্থ হচ্ছে।
ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্য়ুতে অবসাদে খেয়েছে! তামিলনাড়ুর সপ্তম শ্রেণির ছাত্রীর পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বেরল মাথার চুল, শ্যাম্পুর প্যাকেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2020 01:02 PM (IST)
বেসরকারি ভিজিএম হাসপাতালের চেয়ারম্যান ভি কে মহাপাত্র জানিয়েছেন, মেয়েটিকে বাবা-মা হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা করে তলপেটে একটি বলের মতো দেখতে বস্তু দেখতে পান ডাক্তাররা। এন্ডোস্কোপি করে সেটি বের করার চেষ্টা হলেও তা সফল না হওয়ায় ঠিক হয়, অপারেশন করা হবে।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -