নয়াদিল্লি:  ২০১২ সালের নির্ভয়ামামলায় ফাঁসি সাজাপ্রাপ্ত মুকেশ কুমার সিংহের দায়ের করা রিট পিটিশনের শুনানি হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে।
গত ১৭ তারিখ ৩২-বছর বয়সী মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার বিরুদ্ধে সোমবার শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করে মুকেশ। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিন-বিচারপতির বেঞ্চে ওই আবেদনের শুনানি হওয়ার কথা।
আবেদনের দ্রুত শুনানির স্বপক্ষে যুক্তি পেশ করতে গিয়ে প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি বি আর গভাই ও বিচারপতি সূর্যকান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, এক্ষেত্রে একজনকে ফাঁসি দেওয়া হবে। ফলত, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনও শুনানি হতে পারে না।  পরে, কোর্ট অফিসার জানান, মুকেশের আবেদন বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোকভূষণ ও বিচারপতি এএস বোপান্নাকে নিয়ে গঠিত তিন-সদস্যের বেঞ্চে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির দ্বারা প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার আগে, মুকেশের কিউরেটিভ পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। একউসঙ্গে খারিজ করা হয়েছিল, আরেক সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুরের কিউরেটিভ পিটিশন। প্রসঙ্গত, ২৩-বছর-বয়সী নির্ভয়ার ধর্ষণ ও হত্যা মামলায় মুকেশ ও আরও তিনজন অক্ষয়, বিনয় ও পবন-- চারজনের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে গিয়েছে। আরেক অভিযুক্ত রাম সিংহ জেলেই আত্মহত্যা করেছে। ষষ্ঠ অভিযুক্ত সেই সময় নাবালক হওয়ায় তাকে জুভেনাইল হোমে তিন বছরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল।