কলকাতা: আগামী ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। ভাঙার কাজ শুরু হবে ১ ফেব্রুয়ারি। এই প্রেক্ষিতে বিকল্প রুটের কথা ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সূত্রে খবর--
- উত্তরগামী বাস বা ছোট গাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউ -বাগবাজার - চিৎপুর লকগেট উড়ালপুল বা কাশীপুর ব্রিজ হয়ে গিয়ে বিটি রোডে পড়বে।
- এপিসি রোড থেকে আসা গাড়ি শ্যামবাজার পাঁচমাথার মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ বা গ্যালিফ স্ট্রিট হয়ে চিত্পুর লকগেট ব্রিজ হয়ে যাবে।
- এছাড়াও আরজি কর রোড হয়েও গাড়ি যেতে পারবে।
- চিৎপুর লকগেট ব্রিজ সারাদিনই উত্তরমুখী থাকবে।
দক্ষিণগামী বা কলকাতার দিকে যে সব গাড়ি আসছে তাদের জন্য অন্য বন্দোবস্ত। ট্রাফিক পুলিশ সূত্রে খবর--
- ছোট গাড়ি চিড়িয়া মোড়- খগেন চ্যাটার্জ রোড - কাশীপুর রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ-এ আসবে।
- বাস ও ছোট গাড়ি চিড়িয়া মোড়- বিটি রোড- দমদম রোড - নর্দান অ্যাভিনিউ- মিল্ক কলোনি- আরজি কর রোড হয়ে শ্যামবাজার পাঁচ মাথায় পড়বে।
- এছাড়া বাস ও ছোট গাড়ি পাইকপাড়া-রাজা মনীন্দ্র রোড-আরজি কর রোড হয়ে শ্যামবাজারে আসতে পারবে।
- ছোট গাড়ি অন্য একটি রাস্তা ব্যবহার করতে পারবে। সিঁথি মোড়- বরানগর বাজার- কাশীপুর ব্রিজ হয়ে ছোট গাড়ি শ্যামবাজারে আসবে।
এদিন পরিবহণ দফতরের আধিকারিকরা বাস ও মিনিবাস সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাস মালিকদের নতুন এই বন্দোবস্তের কথা জানিয়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিকল্প রুট চালু হলে বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হবে। থাকবে স্পষ্ট দিক নির্দেশিকাও।