নয়াদিল্লি: দীর্ঘ দু-বছর মহামারিতে অক্লান্ত পরিশ্রম করেছেন চিকিৎসকরা। এ বছর তাই চিকিৎসকদের ভারত রত্ন দেওয়ার দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসেবে এ বছর 'ভারত রত্ন' চিকিৎসকদেরই দেওয়া উচিত, এমনটাই মনে করছেন অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি ট্যুইট করেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ট্যুইটে কেন্দ্রের কাছে এই দাবি রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ দিন অরবিন্দের ট্যুইট, 'করোনায় শহিদ হওয়া চিকিৎসকদের প্রতি এটাই হবে দেশের তরফে যথার্থ শ্রদ্ধার্ঘ্য।' টুইট করে তিনি আরও জানিয়েছেন, শুধু চিকিৎসক নন, সব স্বাস্থ্যকর্মীকেও এই সম্মান জানিয়ে তাঁদের প্রতি দেশের শ্রেষ্ঠ সম্মান উৎসর্গ করা উচিত।
রবিবার হিন্দিতে ট্যুইট করে কেজরিওয়াল লিখেছেন, 'এ বছর ভারতীয় চিকিৎসকদেরই ভারত রত্ন পাওয়া উচিত। ভারতীয় চিকিৎসক বলতে কিন্তু আমি সমস্ত চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মীর কথা বলছি।'
দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। তবে তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় প্রমাদ গুনছে দেশ। গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু। যদিও কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি বছর প্রাণ হারিয়েছেন ৭৯৮ চিকিৎসক। ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন আইএমএ-র তথ্য অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত প্রায় ৮০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। ১২৮ জন চিকিৎসক করোনা চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। তালিকায় দিল্লির ঠিক পরেই রয়েছে বিহার। করোনায় সেখানে মৃত্যু হয়েছে ১১৫ জন চিকিৎসকের। তবু এ সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন চিকিৎসকরা। আর তাই এই সম্মান তাঁদের প্রাপ্য বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী।