পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অতীতে ভারত সফরে এসে গাঁধী সম্পর্কে যা লিখেছিলেন, ট্যুইটে তার উল্লেখ করে কংগ্রেস নেতা বলেছেন, প্রভেদটা এর চেয়ে মারাত্মক হতে পারে না।
মার্কিন প্রেসিডেন্টের সপরিবারে দুদিনের ভারত সফর ঘিরে কেন্দ্রীয় সরকারকে আগেই নিশানা করেছে কংগ্রেস। কোটি কোটি টাকা ঢেলে কেন এই সফরের আয়োজন, প্রশ্ন তুলেছে তারা। অন্য অনেক বিরোধী দলেরও একই প্রশ্ন। ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে আমন্ত্রণ না জানানোর পদক্ষেপেও প্রবল অসন্তুষ্ট দল। প্রতিবাদে কাল রাতে রাষ্ট্রপতি ভবনে হতে চলা ট্রাম্পের সম্মানে ডিনার বয়কট করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি।
একটি বেসরকারি সংস্থাকে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেও সরব হয়েছে কংগ্রেস।