নয়াদিল্লি: পেঁয়াজের আকাশছোঁয়া দাম নিয়ে নির্মলা সীতারামনের গতকালের মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন পি চিদম্বরম সহ কংগ্রেস নেতারা। সংসদে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা, প্রতিবাদ করেন প্রাক্তন। পেঁয়াজের অস্বাভাবিক চড়া দামে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে তা কমানোর জন্য কেন্দ্রের নেওয়া পদক্ষেপ ব্যাখ্যা করার পাশাপাশি নির্মলা বলেন, তিনি যে পরিবারের মেয়ে, সেখানে পেঁয়াজ, রসুন খাওয়ার তেমন চল নেই। তিনি ওগুলো খান না। সংসদে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বলার সময় বিরোধী সাংসদদের ক্রমাগত বাধার মুখে পড়ে একথা বলেন তিনি। পরদিন এ ব্যাপারে চিদম্বরম বলেন, অর্থমন্ত্রী গতকাল পেঁয়াজ খান না বলায় ভাবছি, উনি চিন্তিত নন। কী খান উনি তাহলে? অ্যাভোকাডো খান?
দেশের অর্থনৈতিক অবস্থা রীতিমতো ভয়, উদ্বেগের, এহেন অভিমত জানিয়ে বিরোধীদের সমালোচনা, অভিযোগ খারিজ করে নির্মলা জানান, বাইরে থেকে পেঁয়াজ আমদানি সহ তার দাম নিয়্ন্ত্রণে আনতে একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকার। ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম দফার সাপ্লিমেন্টারি বরাদ্দ দাবিদাওয়া নিয়ে বিতর্কের ওপর জবাবি ভাষণে তিনি সওয়াল করেন, পেঁয়াজ চাষের এলাকা ও উত্পাদন কমার মতো একাধিক কারণে তার দাম বাড়ছে। তারপরই তিনি বেশি পেঁয়াজ-রসুন না খাওয়ার প্রসঙ্গ তোলেন।
এদিকে কর্নাটকের কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও কেন্দ্রকে পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কটাক্ষ করেছেন, পেঁয়াজের দাম বেড়ে এমন জায়গায় চলে গিয়েছে যে, আপনি এখন একসঙ্গে প্রচুর পরিমাণে তা কিনলে আয়কর নোটিস পেতে পারেন। পেট্রল, ডিজেল, পেঁয়াজ-সব কিছুর দামই আকাশছোঁয়া হয়েছে।