কানপুর: কুকুরেরও কি মানুষের মত অনুভূতি আছে? নাকি কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি?
উত্তর প্রদেশের কানপুরে একটি কুকুর তার মালকিন মারা যাওয়ায় আত্মহত্যা করেছে। ৫ তলার জানালা থেকে নীচে ঝাঁপ দিয়েছে সে।
কুকুরটির নাম জয়া। ১২ বছর আগে ছোট্ট জয়াকে রাস্তা থেকে কুড়িয়ে আনেন পেশায় চিকিৎসক অনিতা রাজ সিংহ। সে নোংরার মধ্যে পড়ে ছিল, গা ভনভন করছিল পোকায়। মালিকপুরমের বাসিন্দা অনিতা কুকুরটিকে সুস্থ করে তোলেন, নিজের কাছে রেখে দেন। নাম রেখেছিলেন জয়া।
কিছুদিন ধরে অনিতার শরীর ভাল যাচ্ছিল না, যকৃতের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসকের ছেলে তেজস জানিয়েছেন, তাঁর মা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জয়া খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দেয়। আর দেহ বাড়ি আনার সঙ্গে সঙ্গে জয়া পাগলের মত ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পাঁচতলার জানালা থেকে নীচে ঝাঁপ দেয় সে।
মালিকের মৃত্যুতে পোষ্যের প্রাণ হারানো অবশ্য এই প্রথম নয়। গত বছর স্কটল্যান্ডে মস্তিষ্কের ক্যানসারে প্রভুর প্রাণ হারানোর ১৫ মিনিটের মধ্যে মারা যায় তাঁর পোষা ফরাসি বুলডগ নিরো।
জীবনদাত্রী মারা গিয়েছেন, ৫ তলার জানালা দিয়ে ঝাঁপিয়ে আত্মহত্যা করল পোষা কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2020 11:54 AM (IST)
মালিকের মৃত্যুতে পোষ্যের প্রাণ হারানো অবশ্য এই প্রথম নয়। গত বছর স্কটল্যান্ডে মস্তিষ্কের ক্যানসারে প্রভুর প্রাণ হারানোর ১৫ মিনিটের মধ্যে মারা যায় তাঁর পোষা ফরাসি বুলডগ নিরো।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -