নয়াদিল্লি: 'হাফিজ সইদ হওয়ার লক্ষ্যটা আর আড়াল করছেন না ইরফান'...সম্প্রতি এক সাক্ষাৎকারে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এভাবেই ইরফান পাঠানকে আক্রমণ করেছেন এক ট্যুইটার ব্যবহারকারী।
এই মন্তব্যে কার্যত হতাশ ইরফান। জবাবে লিখলেন, কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। এই বিষয়টিতে ইরফানের পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান জানিয়েছিলেন, তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য শুধু গ্রেগ চ্যাপেলকে দায়ী করা ঠিক নয়। কারণ, তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো একমাত্র চ্যাপেলের ইচ্ছেতে হয়নি। সচিনও চেয়েছিলেন ইরফান তিনে নামুন। সেই অনুযায়ী, তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে পরামর্শ দেন তিনি। ইরফান এই প্রসঙ্গে তাই বলেন, “চ্যাপেলই আমার কেরিয়ার ‘নষ্ট’ করেছেন, কথাটা ঠিক নয়। উনি ভারতীয় নন বলে ওঁর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা সহজ।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরফানের বিরুদ্ধে আক্রমণ শানায় এক নেটিজেন।
ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরফান দুঃখপ্রকাশ করে লেখেন, "এই হচ্ছে কিছু লোকজনের মানসিকতা। কোথায় পৌছচ্ছি আমরা? #লজ্জা #বিরক্ত"





এই প্রসঙ্গে প্রাক্তন অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা, বৎসল শেঠ।
রিচা লেখেন, এটা কোনও আসল লোকের মন্তব্য নয়। ফেক অ্যাকাউন্ট থেকে করা কমেন্ট।
তাতে ইরফানের উত্তর, 'কিন্তু কেউ তো সেটা ম্যানেজ করেন'।