লক্ষ্ণৌ: স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থার চরম নিদর্শন যোগী রাজ্যে। এবার হাসপাতালে রোগীর খাটের উপর উঠে বসল কুকুর। ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদের দিন পন্ডিত দয়াল উপাধ্যায় হাসপাতালের। রোগীদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ওই হাসপাতালে ঢুকে পড়ে কুকুর। হাসপাতালের তিনতলায় মহিলা অস্ত্রোপচার বিভাগ। ওই ওয়ার্ডে রোগীর খাটে উঠে পড়ে সে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানিয়েছেন, হাসপাতালে ঢুকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়ায় কুকুর।

হাসপাতালে চিকিৎসাধীন এম হাসান বলেন, হাসপাতালে কুকুর ঘুরে বেড়াচ্ছে এটা যদিও অবাক করার মতো বিষয় নয়। একাধিক কুকুর প্রতিদিন হাসপাতালে ঘুরে বেড়ায়। অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থার চরম নিদর্শন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় ওই ওয়ার্ডে কেউ ভর্তি ছিলেন না।

মোরাদাবাদের চিফ মেডিক্যাল অফিসার এমসি গর্গ বলেন, ভিডিও সামনে আসার পর আমরা এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। মহিলা অস্ত্রোপচার বিভাগে ওই ছবি তোলা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগেও উত্তরপ্রদেশের অন্যান্য অঞ্চল থেকেও স্বাস্থ্য পরিকাঠামোর অব্যবস্থা সামনে এসেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের অবহেলার জেরেই বারাবার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ।

সারা দেশ সহ বিশ্ব আতঙ্কিত করোনা সংক্রমণের জেরে। এই  আবহে একাধিক রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে হাসপাতালে ঢুকে পড়ল সারমেয়। যা নিয়ে আতঙ্কিত রোগীরা। রাস্তায় সারাদিন ঘুরে বেড়ানো কুকুর থেকে রোগের আশঙ্কাও করছেন অনেকে।