নয়াদিল্লি: মাঝআকাশে বিমান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় ইন্ডিগোর দিল্লি থেকে দোহাগামী (Delhi-Doha) বিমানের মুখ ঘুরিয়ে নামানো হল পাকিস্তানের (Pakistan) করাচিতে। পাইলট ও বিমানকর্মীদের চটজলদি সিদ্ধান্ত এবং চেষ্টাতেও অবশ্য বাঁচানো যায়নি সেই ব্যক্তিকে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বিমানবন্দরের চিকিৎসকের দল। পরে সেই ব্যক্তির দেহ নিয়ে ফের দিল্লি যাওয়ার অনুমতি দেওয়া হয় বিমানটিকে। সূত্রের খবর, মৃত ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা, আনুমানিক বছর ষাটেক বয়স। ইন্ডিগোর ওই বিমানের নম্বর 6E-1736. 


কী পরিস্থিতি:
সূত্রের খবর, যাত্রীর মধ্য়ে একজন অসুস্থ হয়ে পড়তেই বিমানের পাইলট পরিস্থিতির কথা জানিয়ে ল্য়ান্ডিংয়ের অনুমতি চান। সঙ্গে সঙ্গে করাচি বিমানবন্দরের ATC সেই অনুমতি দেয়। নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন করাচি বিমানবন্দরের ডাক্তাররা। ইসলামাবাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ ওই ব্যক্তির মৃত্যুর শংসাপত্র দিয়েছে। 


বিমানে থাকা বাকি যাত্রীদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিগোর তরফে।


গতকালই বিমান সংক্রান্ত আরও একটি খবর সামনে এসেছিল। এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানের শৌচাগারে লুকিয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। বাধা দিলে সহযাত্রীদের উপর চড়াও হল তিনি। পরে তাঁকে মুম্বইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভুত হলেও আমেরিকার নাগরিক। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি ১০ মার্চের লন্ডন-মুম্বইয়ের বিমানের শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন। বাধা দেওয়ায় তিনি অত্য়ন্ত দুর্বব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের মাটিতে বিমান নামার পরে ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও ঘটনা ঘটলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এয়ার ইন্ডিয়ার তরফে।


বেশ কয়েকদিন আগে ইন্ডিগোর একটি বিমানেই এক যাত্রী হঠাৎ আপৎকালীন দরজা খুলতে যান। টানাটানি করতে শুরু করলে সঙ্গে সঙ্গে তাঁকে বিরত করেন বিমানকর্মীরা। নাগপুর থেকে মুম্বই যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। হঠাৎই উড়ানের এমার্জেন্সি এক্সিট বা আপৎকালীন দরজা খোলার চেষ্টা করতে থাকেন এক যাত্রী। তবে উড়ানের নিরাপদ যাত্রার জন্য যা প্রয়োজন, তার সঙ্গে কোনও আপস করা হয়নি বলে জানিয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষ।


আরও পড়ুন:  সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে নেই তৃণমূল, কী স্ট্র্যাটেজি?