Dominique Lapierre: প্রয়াত বিখ্যাত ফরাসি লেখক ডোমিনিক ল্যপিয়ের (Dominique Lapierre)। মৃত্যুকালে লেখকের বয়স হয়েছিল ৯১ বছর। ২০০৮ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন এই ফরাসি লেখক। ফরাসি সংবাদপত্র Var-Matin লেখকের মৃত্যুর খবর প্রকাশ করেছে। লেখক ডোমিনিক ল্যপিয়ের- এর স্ত্রী Dominique Conchon-Lapierre তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৯৩১ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত ফরাসি লেখক। ভারতের প্রেক্ষাপটে একাধিক বই লিখেছেন তিনি। সেই তালিকায় রয়েছে 'সিটি অফ জয়', 'ফ্রিডম অ্যাট মিডনাইট', 'ফাইভ পাস্ট মিডনাইট ইন ভোপাল'। এই সমস্ত বইয়ের লক্ষাধিক কপি বিক্রি হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভারতবর্ষের প্রতি ফরাসি লেখকের ভালবাসা এবং তাঁর প্যাশন ও লেখনী আজীবন মনে রাখবেন তাঁর অনুরাগীরা। 


১৯৮৫ সালে 'সিটি অফ জয়' লিখেছিলেন ফরাসি লেখক ডোমিনিক ল্যপিয়ের। কলকাতা শহরের বুকে এক রিকশা চালকের জীবন সংগ্রাম এবং লড়াইয়ের কথা রয়েছে এই গল্পে। পরবর্তী কালে ডোমিনিক ল্যপিয়ের- এর এই বই অনুসরণ করে তৈরি হয়েছে সিনেমাও। ১৯৯২ সালে সেই ছবিতে অভিনয় করেছিলেন Patrick Swayze। মার্কিন মুলুকে অভিনয়ের জগতে বিখ্যাত নাম ছিলেন অভিনেতা Patrick Swayze। অভিনয়ের পাশাপাশি নাচে এবং গানেও সমান পারদর্শী ছিলেন তিনি। ডোমিনিক ল্যপিয়েরের বই 'সিটি অফ জয়' প্রকাশের পর বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। অসংখ্য কপিও বিক্রি হয়েছিল এই বইয়ের। আর সেখান থেকে প্রাপ্ত রয়্যালটির টাকা ভারতের বিভিন্ন charitable projects অর্থাৎ দানধ্যানের প্রকল্পে দান করেছিলেন ফরাসি লেখক। 


ডোমিনিক ল্যপিয়েরের 'সিটি অফ জয়' বইতে কলকাতার পিলখানা বস্তির অনেক অজানা, অচেনা নায়কদের কথা ছিল। এই বইয়ের মাধ্যমে প্রাপ্ত রাজস্বের প্রায় অর্ধেক কলকাতার বিভিন্ন মানবিক কাজকর্মে দান করেছিলেন লেখক। কুষ্ঠ এবং পোলিও আক্রান্ত শিশুদের জন্য শরণার্থী শিবির, স্কুল, চিকিৎসা কেন্দ্র, পুনর্বাসনের জন্য ওয়ার্কশপ, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন কাজে এই অর্থ ব্যয় করা হয়েছিল। কলকাতার কুষ্ঠ রোগীদের সন্তানদের জন্য Action Aid তৈরি করেছিলেন ফরাসি লেখক ডোমিনিক ল্যপিয়ের। 


১৯৫৪ সালে ফরাসি আর্মিতে থাকার সময় ডোমিনিক ল্যপিয়েরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মার্কিন যুবক ল্যারি কলিনস (Larry Collins)- এর। পরবর্তীকালে সাংবাদিকতার পেশা বেছে নিয়েছিলেন এই ল্যারি কলিনস। তারপর ডোমিনিক ল্যপিয়ের এবং ল্যারি কলিনস একসঙ্গে অনেক বই লিখেছেন যেগুলি সাহিত্যের দুনিয়ায় সমাদর পেয়েছে। এর মধ্যে অনেক বই 'বেস্ট সেলিং' খেতাবও পেয়েছিল। একাধিক কপিও বিক্রি হয়েছে এইসব বইয়ের। 


আরও পড়ুন- গুজরাতে মসনদে ফের বিজেপি, আরও রক্তক্ষয় কংগ্রেসের, ইঙ্গিত সমীক্ষায়