আমেরিকার ট্রাম্প প্রশাসন শীঘ্রই ৪১ টি দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। রয়টার্স সংবাদ সংস্থার প্রতিবেদনের মতে, একটি অভ্যন্তরীণ নোটিশে কয়েক ডজন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪১ টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনটি পৃথক গোষ্ঠীতে বিভক্ত । এই তালিকায় পাকিস্তানের নামও রয়েছে, যার ফলে পাকিস্তানি নাগরিকদের জন্য আমেরিকা ভ্রমণ আগামী দিনে নিষিদ্ধ হতে পারে।


তিন গ্রুপ কী কী



  • প্রথম গোষ্ঠীতে ১০ টি দেশ রয়েছে, যার মধ্যে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া প্রধান। এই দেশগুলির নাগরিকদের ভিসায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

  • দ্বিতীয় গোষ্ঠীতে পাঁচটি দেশ ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান অন্তর্ভুক্ত। এই দেশগুলির ক্ষেত্রে আংশিক বিধি নিষেধ চাপানো হতে পারে। এর ফলে পর্যটক এবং স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকতে পারে।

  • তৃতীয় গোষ্ঠীতে ২৬ টি দেশ রয়েছে, যার মধ্যে বেলারুশ, পাকিস্তান এবং তুর্কমেনিস্তান অন্তর্ভুক্ত। এই দেশগুলির নাগরিকদের জন্য ভিসা জারির ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে, এই দেশগুলিকে ৬০ দিনের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, তা দূর করার সুযোগ দেওয়া হবে।


তালিকায় পরিবর্তন হতে পারে


প্রতিবেদনের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক প্রশাসনিক কর্তা  জানিয়েছেন, এই তালিকায় পরিবর্তনও হতে পারে। অর্থাৎ কিছু নতুন দেশ যোগ করা যেতে পারে তালিকায়। আবার কিছু দেশের নাম বাদও দেওয়া যেতে পারে। চূড়ান্ত তালিকা প্রশাসনের অনুমোদনের পরেই প্রকাশিত হবে। ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ নতুন কিছু নয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ইনিংসেও  সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।


এবারওডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হওয়ার পরপরই, ২০ জানুয়ারি একটি আদেশ জারি করেছিলেন, যাতে আমেরিকায় প্রবেশ করতে চাওয়া বিদেশী নাগরিকদের বিষয়ে নিয়মকানুন আরও কঠিন করার ইঙ্গিত দেওয়া হয়েছিল।  ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে ২১ মার্চের মধ্যে সেই সব দেশের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের উপর আমেরিকা ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। এছাড়াও  ২০২৩ সালের অক্টোবর মাসে দেওয়া এক ভাষণে ট্রাম্প আমেরিকার নিরাপত্তার জন্য গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে  নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন।