নয়াদিল্লি: ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য নিয়ে তিনি চাপসৃষ্টি করেছিলেন, ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে মোট সাতটি বিমান নামানো হয় বলে দাবি করেছেন তিনি। এর আগে যদিও পাঁচটি বিমানের কথা বলেছিলেন তিনি। (India-Pakistan Conflict)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফের একবার ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চরম হচ্ছিল, পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল। সাতটি বিমান নামিয়ে ফেলেছিল ওরা। দুই পক্ষই ফুটছিল। আমি ওদের বলেছিলাম, ‘ব্যবসা চাও কি? যুদ্ধ করলে আমরা ব্যবসা করব না। ২৪ ঘণ্টা সময় দিলাম, মিটিয়ে নাও’। তার পর আর যুদ্ধ হয়নি। একাধিক বার এই নীতি প্রয়োগ করেছি আমি। প্রয়োজন পড়লেই বাণিজ্যের শর্ত সামনে রাখি।” (Donald Trump)

ট্রাম্প আরও বলেন, “ইরানের ক্ষেত্রেই কী করলাম দেখুন। আমি সব যুদ্ধ বন্ধ করেছি। ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ বড় আকার ধারণ করতে পারত। সাতটি যুদ্ধ বন্ধ করেছি। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধও থামাতে পারব বলে আশা করছি। ৭০০০ সৈনিক মারা গিয়েছে গত সপ্তাহেই।”

এই প্রথম নয়, গত কয়েক মাসে বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তান তাঁর সেই দাবিতে সিলমোহর দিলেও, ভারতের নরেন্দ্র মোদি সরকার বরাবর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে। পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ভারত তা গ্রহণ করে বলে দাবি দিল্লির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে চড়া শুল্ক কার্যকর হওয়ার কথা। 

আর সেই আবহেই ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, যা নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ট্রাম্পের সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে মোদিকে কটাক্ষ করেছেন তিনি। এর আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে পাঁচটি বিমান নামানো হয় বলে দাবি করেছিলেন ট্রাম্প। ভারতের তরফে সরকারি ভাবে সেই দাবিতে সিলমোহর দেওয়া না হলেও, সেনা আধিকারিকদের অনেকেই ক্ষয়ক্ষতির কথা মেনে নিয়েছেন। তবে ভারত যে পাকিস্তানের উপর জোরাল আঘাত হানে, সেকথাও জানিয়েছেন তাঁরা।