নয়াদিল্লি: ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ও ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ-এর (All India Football Federation) চুক্তির মেয়াদ শেষ । তারপর থেকেই জটিলতা তৈরি হয়েছে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ।
চুক্তি নবীকরণ নিয়ে সোমবার দু'পক্ষের একটি বৈঠক বসেছিল । যদিও সেই বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই খবর । যদিও ফেডারেশন থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে, বৈঠক ইতিবাচক হয়েছে ।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএলের আয়োজক এফএসডিএল-এর সঙ্গে সোমবার আলোচনায় বসেছিল ফেডারেশন । সেই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে । দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি ফেডারেশনের ।
ফেডারেশন এক বিবৃতিতে সোমবার জানিয়েছে, দুই পক্ষের মধ্যেই গঠনমূলক এবং সদর্থক মানসিকতা নিয়ে আলোচনা হয়েছে । ভারতের ফুটবলের যাতে উন্নতি হয় এবং এগিয়ে যায়, তা নিয়ে দুই পক্ষই মৌখিক ভাবে একসঙ্গে পথ চলতে রাজি হয়েছে । ২৮ অগাস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে । বিষয়টি বিচারাধীন বলে কোনও পক্ষই সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি । জানা গিয়েছে, বুধবার আর এক দফা আলোচনা হবে । সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ২৮ অগাস্ট, বৃহস্পতিবার ।
তার আগে গত ২২ অগাস্ট, শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পি এস নরসীমা এবং জয়মাল্য বাগচী বলেছিলেন, আইএসএলের অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে । সেই মতো আলোচনায় বসা হয়েছিল সোমবার । যদিও সেই বৈঠকে কতটা সদর্থক আলোচনা হয়েছে, তা নিয়ে দ্বিমত রয়েছে ।
তার আগে আইএসএলের ১৩টা ক্লাবের মধ্যে ১১টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল, আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে । ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গত ১৮ অগাস্ট আদালতে জানায়, ২২ অগাস্ট শুনানি হবে । সেই মতো শুক্রবার শুনানি হয় । তারপর এই নির্দেশ দিয়েছিল দুই বিচারপতির বেঞ্চ ।