Modi Trump Call: জি৭ সামিট (G7 Summit) সেরে কানাডা থেকে ফেরার পথে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ যে এবার রাখতে পারবেন না, তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছেন, আগে থেকেই বেশ কিছু পরিকল্পিত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সেকথাই ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুই রাষ্ট্রনেতা অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন, এমনটাই জানা গিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, প্রায় ৩৫ মিনিট ধরে ফোনে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রনেতার। বুধবার সকালে বিদেশ সচিব বিক্রম মিস্রী সাংবাদিকদের জানান, জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মোদি যখন কানাডায় ছিলেন, তখন ফোনালাপটি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের খবর, তাঁদের মধ্যাহ্নভোজ করার কথাও রয়েছে। এমনকি সূত্র মারফত এও শোনা যাচ্ছে যে, ক্যাবিনেট রুমে দু'জনের কথাবার্তা হতে পারে। তার আগেই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই বার্তালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে বিদেশ সচিব বিক্রম মিস্রী বুধবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদকে এখন আর ছায়াযুদ্ধ হিসেবে দেখছে না ভারত।