নিউ ইয়র্ক: ঘুষ দেওয়ার মামলায় (Hush Money Trial) দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার (Ex US President)ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। নিউ ইয়র্কের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণা করা হবে ১১ জুলাই।


২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্য়ানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ-সংক্রান্ত মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম জড়ায়। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলার পরে ৩৪টি অভিযোগের সবকটিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পর্নস্টারকে ঘুষ দেওয়া এবং সেই হিসেব লুকোতে ব্যবসা সংক্রান্ত রেকর্ডে গোলমাল করার অভিযোগ ছিল ট্রাম্পের (Trump Trial) বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলেও আসন্ন নির্বাচনের লড়াইয়ে আপাতত থাকতে পারবেন ট্রাম্প।     


এই বিচারপ্রক্রিয়ায় বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গোটা বিচারপ্রক্রিয়াতে পক্ষপাতদুষ্ট বলে দেগেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, তিনি দোষী কি না সেটা বলবেন আমেরিকার জনগণ।


৭৭ বছর বয়সী রিপাবলিকান এই নেতা নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন। গত নির্বাচনের পরে ক্যাপিটল হিলে হামলা সংক্রান্ত মামলাতেও জড়িয়েছিল। তাছাড়া, ভোটে হারার পরে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 


দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে দাবি, ট্রাম্প বলেছেন, 'আমি নিরপরাধ।' এই বিচার 'Rigged' বলেও জানিয়েছেন তিনি।


উল্টোদিকে বাইডেন শিবির এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এই রায় এটাই প্রমাণ করেছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে যে বিপদ ট্রাম্প এনেছে তা আর কেউ আনেনি বলে দাবি বাইডেন শিবিরের।


রিপোর্ট সূত্রের খবর, ১২ সদস্যের জুরি দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর এই রায় জানিয়েছেন। ১১ জুলাই শাস্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। এই ক্ষেত্রে দিনটিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার কদিন পরেই মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন- হতে চলেছে। যেখানে দলের তরফে রাষ্ট্রপতি পদে লড়ার জন্য টিকিট পাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?