হোয়াইট হাউসের সামরিক সহযোগী কোভিড-১৯ পজিটিভ, এখন থেকে প্রতিদিন পরীক্ষা হবে ট্রাম্পের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 08 May 2020 10:43 AM (IST)

প্রেসিডেন্ট নিজে দাবি করেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর তেমন কোনও সংস্পর্শ হয়নি

NEXT PREV

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সামরিক সহযোগী করোনা পজিটিভ হওয়ার পরই ত্রাহি ত্রাহি রব হোয়াইট হাউসে। তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করা হয়েছে পরীক্ষা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এখন থেকে প্রত্যকদিন ট্রাম্পের কোভিড পরীক্ষা হবে। মার্কিন প্রেসিডেন্ট নিজেও স্বীকার করে নিয়েছেন সেই কথা।


আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা হলেও, হোয়াইট হাউস সূত্রে খবর, তিনি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত ভ্যালে। ট্রাম্পের সঙ্গে তাঁর যথেষ্ট সংস্পর্শের সম্ভাবনা রয়েছে বলে অনুমান। আর এই কারণেই, কপালে চিন্তার ভাঁজ প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড থেকে শুরু করে হোয়াইট হাউস স্টাফদের।


যদিও, প্রেসিডেন্ট নিজে দাবি করেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর তেমন কোনও সংস্পর্শ হয়নি। বলেন, আমি ওকে চিনি। ভাল মানুষ। তবে, আমার সঙ্গে ওর খুব একটা সংস্পর্শ হয়নি। তবে, আমাকে ও মাইককে (পেন্স) পরীক্ষা করা হয়েছে। তিনি জানিয়ে দেন, এখন থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ হোয়াইট হাউসের তামাম কর্মচারীর প্রতিদিন পরীক্ষা হবে।


ট্রাম্প বলেন,


আমার নমুনা নেগেটিভ এসেছে। মাইকের নমুনাও নেগেটিভ এসেছে। ওরা টেস্ট করেই চলেছে। আগে সপ্তাহে একদিন হতো। এখন থেকে দিনে একবার হবে। যদিও, আমি মনে করি, পরীক্ষা করাটা শ্রেষ্ঠ উপায় নয়। আপনি যাই করুন না কেন, কোনও না কোনওভাবে আপনি সংক্রমিত হয়ে যেতেই পারেন।-

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.