কলকাতা: নতুন বিল না এলে পেমেন্ট করার দরকার নেই। আশ্বাস দিলেন বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গড় বা গত বছরের জুনের ভিত্তিতে নয়া বিল তৈরি করতে হবে বলে তিনি জানিয়েছেন।
কীভাবে ২ মাসের বকেয়া বিলের পেমেন্ট? , মন্ত্রী-সিইএসসি বৈঠকেও কাটল না ধোঁয়াশা।ফয়সালা না হলে টাকা নয়, কাটা যাবে না কানেকশন।মিলবে সময়, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর। তিনি বলেছেন, 'গড় বা গত বছরের জুনের ভিত্তিতে তৈরি করতে হবে বিল, কীভাবে হবে তার জন্যই সময় চেয়েছে সিইএসসি।’
শোভনদেব জানিয়েছেন, সিইএসসি দাবি করেছে, বিলে এক পয়সা বেশি নেওয়া হয়নি। তাঁর আশ্বাস, যাঁরা ইতিমধ্যেই বিল মিটিয়েছেন, তাঁদের জন্য পদক্ষেপ করা হবে। সমাধান না মেলা পর্যন্ত বিল দিতে দেরি হলেও মিলবে ছাড়। মন্ত্রী বলেছেন, লকডাউনে মানুষ ঘরে ছিল, তাই বেশি বিদ্যুৎ খরচ হয়েছে, এক সঙ্গে তিন মাসের বিল দেওয়াতে অঙ্ক অনেকটা বেড়েছে। তবে তিনি বলেছেন, লকডাউনে মানুষের আর্থিক অবস্থা খারাপ, এই অবস্থায় বিলের অঙ্ক বাড়ায় অসুবিধে হচ্ছে সকলের। সরকারের পক্ষ থেকে সিইএসসি-কে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
কারও বিদ্যুতের লাইন কাটা হবে না, নতুন বিল না এলে পেমেন্ট নয়, বললেন বিদ্যুৎমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2020 03:10 PM (IST)
সরকারের পক্ষ থেকে সিইএসসি-কে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -