মুম্বই: করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যকে অর্থ সাহায্য করছেন তিনি, কিনে দিচ্ছেন করোনার সঙ্গে যুঝতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। বাদ পড়েনি দিল্লিও, ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে হাত মিলিয়ে শাহরুখের মীর ফাউন্ডেশন দিল্লির ২,৫০০ বিহারি মজুরকে অন্তত ১ মাসের জন্য দরকারি জিনিসপত্র ও রেশন দেবে। এছাড়া পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-র বেশি অ্যাসিড আক্রান্তকে ১ মাসের জন্য করা হবে প্রয়োজনীয় সাহায্য।

এমন সঙ্কটের মুহূর্তে বলিউড ‘বাদশা’-র এই সাহায্যে অত্যন্ত খুশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, বলেছেন, এই বিপদের সময়ে তাঁর সাহায্য বহু মানুষের উপকারে লাগবে।


জবাবে শাহরুখ তুলে এনেছেন তাঁর দিল্লিওয়ালে পরিচয়ের কথা। কেজরীবালকে তিনি লিখেছেন, স্যার, আপনি তো দিল্লির লোক, আমাকে ধন্যবাদ দেবেন না, হুকুম করুন। দিল্লির ভাইবোনদের জন্য আমি সব সময় আছি। মাটিতে কাজ করা আপনার টিম আরও শক্তি, সহনশীলতা পাক, এই প্রার্থনা।