রাতের শিলিগুড়িতে জোড়া দুর্ঘটনা, মৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Feb 2020 10:12 AM (IST)
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির এশিয়ান হাইওয়েতে এক রাতে পরপর দুটি দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত ২।
শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির এশিয়ান হাইওয়েতে এক রাতে পরপর দুটি দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত ২। প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ৮টা নাগাদ ফুলবাড়ি বাজার এলাকায়। ফুলবাড়িগামী মোটরবাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি কন্টেনারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর। রাত সাড়ে ৯টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়িরই চুনাভাটি মোড়ে। শিলিগুড়িগামী একটি মোটরবাইককে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। মোটরবাইকটি ডিভাইডারে ধাক্কা মেরে গার্ড রেলে গিয়ে ধাক্কা মারায়, ছিটকে পড়েন ৩ বাইক আরোহী। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য ২ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কন্টেনার ও ট্রাকের চালক পলাতক।