কলকাতা: নোভেল করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন প্রবীণ পরমাণু বিজ্ঞানী ডঃ শেখর বসু। ৬৮ বছর বয়সে আজ ভোর ৪টা ৫০ -এ লকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হন তিনি। আনবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডঃ বসু ২০১৪ সালে পদ্মশ্রী পুরস্কার পান। কোভিড-১৯ এর পাশাপাশি তিনি কিডনি সংক্রান্ত অসুখেও ভুগছিলেন। দেশের আনবিক শক্তি কর্মসূচিতে তাঁর অবদান বিরাট। মেকানিক্য়াল ইঞ্জিনিয়ার ডঃ বসু ভারতের প্রথম পরমাণু শক্তি চালিত সাবমেরিন আইএনএস আরিহান্তের জন্য জটিল পরমাণু চুল্লির ব্যাপারেও তিনি বড় ভূমিকা নিয়েছিলেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে ট্যুইট করেছেন, পরমাণু বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে ভারতকে নেতৃত্বের আসনে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডঃ শেখর বসুর প্রয়াণে পরমাণু বিজ্ঞানী মহলের সঙ্গে মিলিত হয়ে আমিও শোক, দুঃখ প্রকাশ করছি। ওনার পরিবার, বন্ধুবান্ধবদের জানাই সমবেদনা, প্রার্থনা। ওম শান্তি।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ট্যুইট করে গভীর শোক জানিয়েছেন তাঁর প্রয়াণে। লিখেছেন, ওনার মৃত্য়ুর খবর পেয়ে ব্যথিত। ওনার পরিবার, সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।