নয়াদিল্লি: লকডাউনে কর্মহারাদের জন্য ইএসআইয়ের নতুন প্রকল্প। কর্মহারাদের জন্য ‘অটল বিমিত ভক্তি কল্যাণ যোজনা’ ঘোষণা কেন্দ্রের।
এর আওতায় পরবর্তী ৯০ দিনের ৫০ শতাংশ প্রিমিয়াম দেবে ইএসআই।


৬ মাসে কমপক্ষে ৭৮ দিনের প্রিমিয়াম জমা থাকলেই সুবিধা মিলবে। শেষ দু’বছর যাঁরা চাকরি করেছেন তাঁরাই পাবেন সুবিধা। অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি অ্যাকাউন্টে টাকা পড়বে, জানিয়েছে ইএসআই।


২৪ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা চাকরি হারিয়েছেন বা হারাতে চলেছেন এবং যাঁরা এই প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁরাই এই প্রকল্পের আওতায় থাকবেন।


ভারতে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা। আর করোনা মোকাবিলায় বিশ্বের দীর্ঘতম লকডাউন হয়েছে ভারতে। আর তার যার জেরে যাচ্ছে কোটি কোটি চাকরি। সাঁড়াশি চাপে জেরবার সাধারণ মানুষ। এ যেন ধনে-প্রাণে মরার জোগাড়।


সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সাম্প্রতিক তথ্য জানাচ্ছে, এ বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, এই চার মাসে ভারতে কাজ হারিয়েছেন প্রায় এক কোটি ৮০ লক্ষ বেতনভুক কর্মী। এরমধ্যে শুধু জুলাই মাসেই কর্মহীন হয়েছেন প্রায় ৫০ লক্ষ।


অর্থাৎ‍ যদি প্রতি পরিবারে অন্তত ৪ জন সদস্য আছে বলেও ধরে নেওয়া যায় তাহলে, গত চার মাসে চাকরি যাওয়ার জেরে ভারতে ১ কোটি ৮০ লক্ষ গুণ ৪--অর্থাৎ‍ প্রায় ৭ কোটি ২০ লক্ষ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে! মাথার ওপর করোনার খাঁড়া, পেটে ভাত নেই!


বিশেষজ্ঞরা বলছেন, ভারতে মাত্র ২১ শতাংশ মানুষ সংগঠিত ক্ষেত্রে কাজ করেন সেখানেই যদি এই অবস্থা হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে! সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে, মহামারীর জেরে ভারতে শুধুমাত্র পর্যটন শিল্পে সম্প্রতি কাজ খুইয়েছেন ২ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ।


এই পরিস্থিতিতে এই প্রকল্প কর্মীহারাদের কিছুটা হলেও সুরাহা দেবে বলে আশা কেন্দ্রের।