নয়াদিল্লি: প্রতিরক্ষা প্রদর্শনী থেকে আস্ত হেলিকপ্টার চুরি যাওয়ার অভিযোগ। যে সে জায়গা থেকে নয়, ভারতের Defence Research and Development Organisation-এর তৈরি 'চিনুক' হেলিকপ্টারটি লখনউয়ে আয়োজিত প্রতিরক্ষা প্রদর্শনী রাখা ছিল এবং সেখান থেকেই সেটি চুরি যায় বলে অভিযোগ সামনে এসেছে। যদিও হেলিকপ্টার চুরি নিয়ে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে বলে দাবি DRDO এবং সরকারের। (Helicopter Missing Reports)


দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ কেন্দ্রের নির্বাচনী কেন্দ্র, উত্তরপ্রদেশের লখনউয়ে প্রতিরক্ষা প্রদর্শনী DefExpo 2020 চলাকালীন একটি হেলিকপ্টার চুরি যায় বলে সম্প্রতি দাবি সামনে আসে। বলা হয়, 'চিনুক' হেলিকপ্টারের একটি মডেল সেখানে মূল ফটকের বাইরে রাখা হয়। ওই মডেল হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতেও ভিড় জমে যায়। অভিযোগ, হেলিকপ্টারটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় পৌরসভা। (DRDO News)


কিন্তু সেই মডেল হেলিকপ্টারের কোনও খোঁজ মিলছে না বলে দাবি সামনে আসে। বলা হয়, প্রতিরক্ষা প্রদর্শনীর ওই মাঠে ২০২৩ সালে জি-২০ সম্মেলনের কিছু অনুষ্ঠান ছিল। ভিভিআইপি অতিথিদের কথা মাথায় রেখে হেলিকপ্টারটি ওই মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই থেকে ওই হেলিকপ্টারটির কোনও খোঁজ নেই বলে অভিযোগ। আসলে কপ্টারটি চুরি হয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। 



বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কপ্টারটি দেখভালের দায়িত্ব থাকা পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও স্থানীয় পৌরসভা এই অভিযোগ খম্ডন করে দিয়েছে। তাদের দাবি, DRDO-র তরফে কোনও মডেল তৈরি করা হয়নি, তা দেওয়াও হয়নি পৌরসভাকে। যে মডেলটি মাঠে রাখা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেটি সরিয়ে দেয় SPG. মডেল হেলিকপ্টারটি প্রথমে রাবিশ অ্যান্ড রিমুভাল কার্যালয়ে রাখা ছিল, পরে সেরা দুই ওয়াটার পার্কে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Sudip Bandyopadhyay: সুদীপের প্রচার পুস্তিকায় নেই অভিষেক, সরব হলেন মোনালিসা, ফের ছবি বিতর্ক তৃণমূলে


হেলিকপ্টারটি গায়েব হয়ে গিয়েছে বলে এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে পৌরসভার যুগ্ব সচিবের কাছে অভিযোগও জমা পড়ে  বলে জানা গিয়েছে। এর পর লিখিত জবাবে পৌরসভার জোনাল সেক্রেটারি জানান, গোমতী নগরের 'রাবিশ অ্যান্ড রিমুভাল' কার্যালয়ে মেরামতির জন্য পাঠানো হয়। বর্তমানে ওই কার্যালয়ে কোনও হেলিকপ্টার রাখা নেই।



বিষয়টি সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। এই আবহে DRDO-র তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয়েছে। হেলিকপ্টার চুরির বিষয়টি খণ্ডন করেছে তারা। তাদের বক্তব্য, 'DefExpo 2020-তে লখনউয়ে DRDO একটি চিনুক হেলিকপ্টারের মডেল রেখেছিল এবং সেটি গায়েব হয়ে গিয়েছে বলে খবর ছড়িয়েছে। এই খবর বিভ্রান্তিমূলত কারণ DRDO লখনউয়ে কখনও এমন মডেল হেলিকপ্টার প্রদর্শনীতে রাখেনি'।


লখনউয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগের দাবি, চিনুক হেলিকপ্টার তৈরি করে বোয়িং। আর DRDO লখনউতে কোনও হেলিকপ্টারের মডেল রাখেনি। তাই হেলিকপ্টার গায়েব হয়ে যাওয়ার খবরটি বিভ্রান্তিমূলক।