করুণাময় সিংহ, মালদা : খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল(Triple Scam)। রাজ্য সরকারের বিশ্ববাংলা ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার মালদার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে।


হাটে বিক্রি হচ্ছে 'সরকারি ত্রাণের ত্রিপল' 


স্থানীয় বেশকিছু ক্রেতা এই ত্রিপাল গুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে। যার প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি। পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। এক একটি ট্রিপল এর দাম প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। সমস্ত দোকান থেকে প্রায় শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয়। এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রিপল বোঝায় ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়ি।


'কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল দুঃস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে ? ' 


ক্রেতাদের অভিযোগ, কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল দুঃস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক।অসহায় মানুষদের জন্য যে সরকারি ত্রিপল সরকারের স্ট্যাম্প মারা তারপরও সেই ত্রিপল হাটে কি করে আসলো সেই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। তবে বহু সংখ্যক ত্রিপল দোকান থেকে তুলে নিয়ে যান এলাকার বাসিন্দারা। প্রশাসনের হাতে এই ত্রিপল তুলে দেবেন বলে জানাচ্ছেন তারা। বিষয়টি সামনে আসতে ঘটনার তদন্তের নির্দেশ দিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া।


ত্রাণের ত্রিপল অতীতে কম দুর্নীতি হয়নি, গতবছরও সামনে এসেছিল এই মালদা জেলারই নাম


প্রসঙ্গত, ত্রাণের ত্রিপল অতীতে কম দুর্নীতি হয়নি। গত বছর  একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, মালদার মানিকচকে খোলা বাজারে চড়া দামে বিকোচ্ছে বিনামূল্যের সরকারি ত্রাণের ত্রিপল। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর বিতর্ক। তবে এখানেই শেষ নয়, জানা যায় ত্রিপল বিক্রেতা সম্পর্কে আবার তৃণমূল উপপ্রধানের জামাই ! ভূতনির হাটে সরকারি ছাপ মারা ত্রিপল ৮০০ টাকা জোড়ায় বিক্রি করছেন  চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ। এরপরেই তেড়েফুঁড়ে আক্রমণ করে গেরুয়া শিবির। গরিবের চাল থেকে ত্রাণের ত্রিপল, সবেতেই চুরি, কটা করে বলে বিজেপি।


আরও পড়ুন, ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে : শুভেন্দু অধিকারী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।