কলকাতা: করোনার ভ্যাকসিনেশন নিয়ে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। শহরে এই প্রথম কোয়েস্ট মলে চালু হল ড্রাইভ ইন ভ্যাকসিনেশন। লেক মার্কেট এলাকার ব্যবসায়ী ও দোকান কর্মীদের ভ্যাকসিন দিল পুরসভা। খেলোয়াড়রা ভ্যাকসিন নিলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়া


গাড়ি চালিয়ে আসুন, ভ্যাকসিন নিন, বাড়ি যান। এবার কলকাতায়  চালু হল ‘ড্রাইভ ইন ভ্যাকসিনেশন’।  একদিকে ‘ভ্যাকসিন অন হুইলস’, অন্যদিকে ‘ড্রাইভ ইন ভ্যাকসিনেশন’। পাশাপাশি, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে টিকাকরণ হল ২টি ক্লাবের উদ্যোগে। মুম্বইয়ে আগেই চালু হয়েছে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন। সেই তালিকায় ঢুকে পড়ল কলকাতার নাম।   


কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করে গাড়ি নিয়ে কোয়েস্ট মলের পার্কিং লটে আসার পর গাড়িতেই অপেক্ষা করতে হল কিছুক্ষণ। তারপর সেখানে বসেই ভ্যাকসিন পেলেন তাঁরা। ‘ড্রাইভ ইন ভ্যাকসিনেশন’-এর উদ্যোক্তা কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা  বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলছেন, পরিকল্পনা রয়েছে প্রতিদিন ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। 


অন্যদিকে, শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদার্ন সমিতি ও কালীঘাট মিলন সঙ্ঘের এদিন ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়। টিকাকরণ হয় খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা ও তাঁদের পরিবারের।  লেক মার্কেট এলাকায় কলকাতা পুরসভার উদ্যোগে চলমান টিকাকরণ কর্মসূচিতে ভ্যাকসিন দেওয়া হয় বাজারের বিভিন্ন দোকান ও লেক  মলের কর্মীদের।


উল্লখ্য, স্বস্তি দিয়ে রাজ্যে কমেছে করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ২০৬টি। যার মধ্যে ৭ হাজার ৯১৩ টি স্যাম্পেল পজিটিভ। আর সেই পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১১.১০ শতাংশ।


 গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। যার সুবাদে একধাক্কায় ৮ হাজার ৭৫৭ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। রাজ্যের মোট ডিসচার্জ রেট নেমেছে ৯৫.১১ শতাংশে।