কলকাতা: ভারতের সঙ্গে পেরে না উঠে এবার পাকিস্তানের টার্গেটে নিরীহ নাগরিকরা। গতকাল রাত থেকে টানা LOC লাগোয়া গ্রামগুলিতে গোলাগুলি বর্ষণ করে চলেছে পাক সেনা। ইতিমধ্যে ভারতের তরফে নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রাম গুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে গেলেও, প্রায় ১৮-২০ কিলোমিটার দূরের জনপদগুলিকে টার্গেট করছে পাক সেনা। তবে জবাব দিয়েছে ভারতীয় সেনাও। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার ফরোয়ার্ড পোস্ট। আর আগে বিকেলের দিকে, উরি লক্ষ্য করে ফের বোমা ও গুলিবর্ষণ করল পাকিস্তান।

 

অন্যদিকে, রাত বাড়তেই জম্মুতে ফের ড্রোন হামলা শুরু পাকিস্থানের তরফ থেকে। জম্মুতে পর পর বিস্ফোরণের শব্দ হচ্ছে। অর্থাৎ সন্ধে গড়ানোর আগে থেকেই ফের ড্রোন হামলা শুরু করেছে পাকিস্থান। তবে ভারতীয় এয়ার ডিফেন্স প্রত্যেকটা ড্রোন হামলাকেই প্রতিহত করেছে। ফের গোটা জম্মু শহরে ব্ল্যাকআউট, জ্বালাতে দেওয়া হচ্ছে না কোনও আলো। সাম্বা সেক্টরে ফের শোনা গেল ভারি এক্সপ্লোসানের শব্দ। বারামুল্লায় লাগাতার সাইরেনের শব্দ। তবে একেবারে তৈরি রয়েছে ভারতীয় সেনা। সন্ধে নামতেই যে পাকিস্তান ফের আঘাত হানবে, তার জন্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে সমস্ত সতর্কতা। পাকিস্তানের প্রত্যেকটা আঘাত প্রতিহত করল ভারত। 

 

অন্যদিকে, আজ সন্ধে নামতেই, রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলোতে জারি হল হাই এলার্ট। আজ বিকেল ৫টার মধ্যে জয়সলমীর ও বারমেরের সমস্ত বাজার এলাকাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। জয়সলমের, বারমের, বিকানের, শ্রীগঙ্গানগর ও ফালোদিতে আজ সন্ধে ৬টা থেকে শুরু করে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এই এলাকাগুলিতে আগামী ১২ ঘণ্টায় জ্বালানো যাবে না  কোনও আলো। তবে শুধু আজকের জন্য না, আগামীকাল অর্থাৎ শনিবারও বিকানের, শ্রীগঙ্গানগর ও ফালোদিতে সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও আলোর ব্যবহার করা যাবে না।