জম্মু : বুধবার সকালে ফের জম্মুর আকাশে দেখা গেল ড্রোন। জম্মুর সাতওয়ারি এলাকায় ড্রোন দেখতে পায় নিরাপত্তাবাহিনী। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এভাবে ড্রোনের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। এদিকে এই ইস্যুতে গতকালই একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেখানকার ডিজিপি।


বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ জম্মুর রায়পুরের সাতওয়ারি এলাকায় সাইনি ক্যান্টনমেন্টের আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়। কিছুক্ষণের জন্যই ড্রোনটি দেখা যায়। ঘটনার কথা স্থানীয় পুলিশকে জানানো হয় সেনার তরফে। 


গত ২৬ জুন গভীর রাতে, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যেই কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে ৩ বার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। এরপর ১৫ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়।


এদিকে বার বার উপত্যকার আকাশে ড্রোন দেখা যাওয়ায় গতকাল নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। বৈঠকে সীমান্তের বিভিন্ন এলাকা এবং শহরে নজরদারি চালানোর জন্য নিরাপত্তা এজেন্সিগুলিকে বলেন ডিজিপি। এর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিও দেখতে বলা হয়। বৈঠকে ডিজিপি বলেন, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এবং পাকিস্তান ভারতে রক্ত ঝরানোর জন্য ক্রমাগত ড্রোন ব্যবহার করে যাচ্ছে। এজন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।


এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ড্রোন হামলার আশঙ্কায় দিল্লি পুলিশকে সতর্ক করেছে নিরাপত্তা এজেন্সি। দিল্লি পুলিশকে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে বিশেষ করে ৫ অগাস্ট হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। দুই বছর আগে ওই দিনেই ৩৭০ ধারা বাতিল করেছিল মোদি সরকার। এক্ষেত্রে জঙ্গিরা ড্রোন হামলা চালাতে পারে।