নিউ দিল্লি : জম্মুতে এয়ার ফোর্স স্টেশনে ড্রোন হামলার রেশ এখনও অব্যাহত। এই আবহেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের আকাশে চক্কর কাটল ড্রোন। এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।


সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। পাকিস্তান প্রশাসনের কাছে এনিয়ে প্রতিবাদও জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।


তবে পাকিস্তান ঘটনার তদন্ত করবে বলে আশাপ্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, গত ২৬ জুন পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের আকাশে ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি পাকিস্তান সরকারকে সরকারিভাবে জানানো হয়েছে। আমরা আশা করি, পাকিস্তান ঘটনার তদন্ত করবে। 


খবর অনুযায়ী, ২৭ জুনের শুরুতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের আকাশে ড্রোনটিকে দেখা যায়। উল্লেখ্য, ওই একইদিনে জম্মুতে এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণে ড্রোন ব্যবহার করা হয়। তার পরও উপত্যাকার আকাশে ড্রোন দেখা গেছে।


উল্লেখ্য, জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোন-হামলার ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। জঙ্গি নাশকতা মোকাবিলায় এয়ারফোর্স স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে এনএসজি। গত একবছরে সীমান্তে সেনার নজরদারি বেড়েছে। সূত্রের খবর, জঙ্গিদের সাহায্য করতে সীমান্তের ওপার থেকে ড্রোন উড়ে আসার সংখ্যাও বেড়েছে গত এক বছরে।


এদিকে এর পরও কালুচক ও সাঞ্জওয়ানে সেনাঘাঁটির ওপরে ড্রোনের দেখা মেলে। সেনা সূত্রে খবর, তিন-তিনবার সাঞ্জওয়ান সেনাঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যায়। প্রথমবার রাত ১টা ৮ মিনিটে, এরপর রাত ৩টে ৯ এবং শেষবার ভোর ৪টে ১৯ মিনিটে সন্দেহজনক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। মাথায় ছিল সাদা আলো। তার আগের দিন কালুচক সেনাঘাঁটির ওপরেও ড্রোন উড়েছিল।


এদিকে ড্রোনের সহজলভ্য হয়ে যাওয়ায় নিরাপত্তাবাহিনীর কাছে চ্যালেঞ্জ বেড়েছে বলে মনে করেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।