শত্রু দেশের শক্তি নিষ্ক্রিয় করার বিশেষ ব্যবস্থা, মোদির সুরক্ষায় এবার ড্রোন

জানা গিয়েছে, অ্যান্টি-ড্রোন সিস্টেমের আওতায় এই ড্রোনের ব্য়বহার করা হবে। ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন এই ড্রোন তৈরির দায়িত্ব দিয়েছে ভারত ইলেকট্রনিক্সকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের সঙ্গে যুক্ত হল এই ড্রোন।

Continues below advertisement

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় দেশের নিরাপত্তা সংস্থাগুলি। গত কয়েক মাসে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে চিন, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ। এই আবহে এবার প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে বিশেষ পদক্ষেপ তাদের। স্থির হয়েছে, প্রধানমন্ত্রীর সুরক্ষায় এবার ব্য়বহার করা হবে ড্রোন। মূলত প্রধানমন্ত্রীর বাসভবন এবং কনভয়ের নিরাপত্তা দেওয়া হবে ড্রোনের নজরদারির মাধ্যমে।

Continues below advertisement

জানা গিয়েছে, অ্যান্টি-ড্রোন সিস্টেমের আওতায় এই ড্রোনের ব্য়বহার করা হবে। ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন এই ড্রোন তৈরির দায়িত্ব দিয়েছে ভারত ইলেকট্রনিক্সকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের সঙ্গে যুক্ত হল এই ড্রোন।  সূত্রের খবর, এই ড্রোন শত্রুদের রুখতে কার্যকর ভূমিকা পালন করবে। শত্রুদের মারতেও সাহায্য় করবে। ৩ কিলোমিটার দূর থেকে শত্রু ড্রোনের শক্তি নিষ্ক্রিয় করতে পারে এই ড্রোন। উল্লেখ্য, পাকিস্তান বেশ কিছু বাণিজ্যিক ড্রোন কিনেছে। এই ধরনের ড্রোনের সাহায্য়ে পাকিস্তান মাদক, অস্ত্র, গোলাবারুদ ভারতে পাঠাচ্ছে বলে সূত্রের খবর।

Continues below advertisement
Sponsored Links by Taboola