নয়াদিল্লি : ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি (President of India) হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রীরা।


 শপথগ্রহণের আগে সকালে রাজঘাটে (Rajghat) গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন দ্রৌপদী মুর্মু। মালা চড়ানোর পর সমাধিস্থলে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপর রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন দ্রৌপদী মুর্মু । সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। এরপর দ্রৌপদী মুর্মু ও রামনাথ কোবিন্দকে নিয়ে কনভয় রওনা দেন সংসদের উদ্দেশে। সেন্ট্রাল হলে শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ভাষণ দেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন দেশের দ্বিতীয় মহিলা তথা প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। যেখানে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানানো হয় তাঁকে। 


এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রোপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথের প্রাক্কাইলে নজর কাড়ে তাঁর বিশেষ শাড়ি। দেশের প্রধান হিসেবে শপথের দিনে দ্রৌপদী মুর্মু পরনে চাপিয়েছেন তেরঙ্গা শাড়ি।


প্রায় আড়াই দশকের রাজনৈতিক জীবনে বিজেপির বিভিন্ন পদ সামলেছেন দ্রৌপদী মুর্মু। ২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু। ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী ছিলেন। ২০১৫ থেকে ২০২১ অবধি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। 


প্রসঙ্গত, ওড়িশার ময়ূরভঞ্জের অখ্যাত গ্রাম থেকে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের পাশাপাশি ডাক পেয়েছে হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দল। গত শনিবার সকাল ৮টা নাগাদ পূর্বা এক্সপ্রেসে চড়ে দলের ২৭জন সদস্য দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। সঙ্গী ছিল ঢাক-ঢোল, ধামসা-মাদল, কাঁসর-সহ নানা বাদ্যযন্ত্র। ধামসা-মাদলের তালে পা মেলাতেও দেখা যায় তাঁদের। 


আরও পড়ুন- দ্রৌপদীকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি, পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোটে নজর সব দলের