কলকাতা: পুলিশ পরিচয় দিয়ে খোদ পুলিশের (police) সঙ্গে ঝামেলা করে গ্রেফতার হল এক মদ্যপ ব্যক্তি (Drunk man)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের সিটি সেন্টার (Saltlake city centre) এলাকায়। ধৃতের নাম সঞ্জয় কাঞ্জিলাল। সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে তাকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে সল্টলেক সিটি সেন্টার এলাকায় নাকা চেকিং করার সময় একজন বাইক আরোহী পুলিশের হেলমেট পড়েছে দেখে সন্দেহ হয় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীদের। এরপর সেই গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা ব্যক্তিকে নিজের পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে কলকাতা পুলিশের কর্মী হিসেবে পরিচয় দেয়। ঘটনার সময় ওই ব্যক্তি মাত্রা অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিল। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম সঞ্জয় কাঞ্জিলাল ও সে কেষ্টপুরের বাসিন্দা।


আরও পড়ুন: Rudranil Ghosh: 'ব্যস্ত নেতারা আমাকে দেখতে পাননি', টিকিট না পেয়ে অভিমানী রুদ্রনীল!


এরপরই কলকাতা পুলিশের কাছে বিষয়টি বিধান নগর পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হলে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় এই নামের কোনও ব্যক্তি কলকাতা পুলিশে কাজ করে না। বিষয়টি ঐ ব্যক্তিকে জানানোর পরেই পুলিশ কর্মীদের হুমকি দিতে শুরু করে সে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেয়। এরপরই এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় কাঞ্জিলালকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ। কী কারণে সে নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখবে বিধান নগর উত্তর থানার পুলিশ।


আরও পড়ুন: Varun Gandhi: আদর্শগত ফারাক বুঝিয়ে দেন রাহুল, BJP-তে ব্রাত্য বরুণকে এবার কংগ্রেসে স্বাগত জানালেন অধীর