ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মাঝআকাশে বিমানে আগুন। নেপালে কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে টেকঅফের পর বিমানে আগুন। কাঠমাণ্ডু থেকে দুবাই যাওয়ার পথে বিমানের আগুন। টেকঅফের পর হঠাৎই বিমানে আগুন। ১২ হাজার ফুট উপরে বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগে। বিমানে ১৬৯ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ১২০ জন নেপালের নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুবাই রওনা বিমানের। ৩৪ হাজার ফিট উচ্চতায় উঠেছে। একটি ইঞ্জিনের উপর নির্ভর করেই এগিয়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। সমস্যা হলে কাছাকাছি কোনও বিমানবন্দরে বিমান নামানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
Aircraft Catches Fire: কাঠমান্ডু থেকে ওড়ার পরেই দুবাইগামী বিমানে আগুন
ABP Ananda | avirupd | 24 Apr 2023 10:29 PM (IST)
Dubai Flight:টেকঅফের পর হঠাৎই বিমানে আগুন। ১২ হাজার ফুট উপরে বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগে।
নিজস্ব চিত্র