দুবাই: আগাম কোনও ঘোষণা নয়, নয় কোনও রাখঢাকও। একেবারে সমাজমাধ্যমে স্বামীকে ডিভোর্স দিলেন দুবাইয়ের রাজকুমারী। পরিষ্কার ভাষায় লিখলেন, "তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম।" মাত্র দু'মাস আগেই সন্তানের জন্ম দেন রাজকুমারী। এর পরই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। কী কারণে বিবাহবিচ্ছেদ, তাও খোলসা করলেন। (Dubai Princess Divorce Declaration)
সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে, শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম প্রকাশ্য বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন। নারীবাদী অবস্থানের জন্যই পরিচিত মাহরা। সংযুক্ত আরব আমিরশাহি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন তিনি। (Viral News)
বুধবার ইনস্টাগ্রামে একটি লেখা পোস্ট করেন মাহরা, তাতে লেখেন, 'প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম। ভাল থেকো। তোমার প্রাক্তন স্ত্রী'। মাহরার ওই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
বুধবার স্বামী শেখ মানা বিন মবম্মদ বিন রশিদ বিন মনা আল মখতুমের থেকে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন মাহরা। শুধু ঘোষণাই নয়, স্বামী যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সমাজমাধ্যমে সেকথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মাত্র দু'মাস আগেই প্রথম বার মা হন মাহরা। তাঁর ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। তবে অধিকাংশ নেটিজেনই তাঁর প্রশংসা করেছেন।
ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। পাশাপাশি মহম্মদ বিন রশিদ থেকে কলেজের ডিগ্রিও রয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি। স্বামীও তাঁকে আনফলো করেছেন। পরস্পরের সঙ্গে তোলা সব ছবিও মুছে দিয়েছেন তাঁরা। যদিও প্রকাশ্যে মাহরা এমন ঘোষণা করতে পারেন বলে প্রথমে কেউ বিশ্বাসই করতে চাননি। তাঁর অ্যাকাউন্ট হ্য়াক হয়েছে বলে মনে করেছিলেন সকলে।
গত বছর মে মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহরা। মাস দুয়েক আগে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহ আগেই স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মাহরা, যাতে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন, 'আমরা দু'জন শুধু'। এর পরই সমাজমাধ্যমে এই ঘোষণা।