নয়াদিল্লি: রক্ষণশীলতার তোয়াক্কা না করে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে 'বিবাহবিচ্ছেদ' দিয়েছিলেন। এবার আরও এক কদম এগিয়ে বড় ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা আল মাখতুম। বাজারে নয়া পারফিউম নিয়ে হাজির হয়েছেন তিনি, যার নামই 'Divorce'. নিজের ব্র্যান্ড Mahra M1-এর অংশ হিসেবে 'DIVORCE' পারফিউম বাজারে আনলেন তিনি, যা তাঁর ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজকুমারীর সমর্থকেরা। (Dubai Princess DIVORCE Perfume)


বিবাহবিচ্ছেদের মতোই সোশ্যাল মিডিয়ায় নয়া পারফিউমের ঘোষণা করেন মাহরা। কোনও ব্যাখ্যা বা উপমার ব্যবহারই করেননি তিনি। বরং ঘন-কালো বোতলের উপর সাদা হরফে 'DIVORCE' লেখাটি নজর কাড়ে সকলের। 'DIVORCE' By Mahra M1, শুধু এইটুকু লিখেই কাজ সারেন মাহরা। পারফিউমের চেহারা প্রকাশের আগে যে ভিডিও পোস্ট করেন মাহরা, তাতে ভাঙা কাচ এবং ব্ল্যাক প্যান্থার চোখে পড়ে। 


মাহরার এই নয়া প্রচেষ্টা দেখে অনেকেই তারিফ করেছেন। ভাঙা কাচ এবং প্যান্থার মাহরার নিজের জীবনের ঝড়ঝাপটারই প্রতীক বলে দাবি তাঁদের। তাঁদের মতে, নিজের ভাঙাচোরা মনকে গুছিয়ে মাহরা আগের রূপে ফিরে এসেছেন।  একজন লেখেন, 'পরিকল্পনা মাফিক এগোচ্ছেন মাহরা। সংযমী, শান্ত এবং রাজকুমারী সুলভ আচরণ তাঁর। বাকিদের মতো বায়নাক্কা নয়, নিজের আভিজাত্য বজায় রেখে, ব্যবসাকে সামনে রেখে এগোচ্ছেন'। মাহরার প্রাক্তনের কী অবস্থা, তা নিয়ে রসিকতাও করেন কেউ কেউ। (Dubai Princess)



এর আগে, জুলাই মাসের মাঝামাঝি সকলকে চমকে দেন মাহরা। আগাম কোনও ঘোষণা বা রাখঢাক নয়। একেবারে সমাজমাধ্যমে স্বামীকে ডিভোর্স দেন তিনি। পরিষ্কার ভাষায় লিখলেন, 'তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম'। তার মাত্র দু'মাস আগেই সন্তানের জন্ম দেন রাজকুমারী। এর পরই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তিনি।


কী কারণে বিবাহবিচ্ছেদ, তাও খোলসা করেন মাহরা। লেখেন, 'প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম। ভাল থেকো। তোমার প্রাক্তন স্ত্রী'। অর্থাৎ পরকীয়ার জন্যই স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত বলে জানিয়ে দেন। 


সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে মাহরা। নারীবাদী অবস্থানের জন্যই পরিচিত তিনি। সংযুক্ত আরব আমিরশাহি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত। ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। পাশাপাশি মহম্মদ বিন রশিদ থেকে কলেজের ডিগ্রিও রয়েছে।