নয়া দিল্লি: দুবাইতে পাকিস্তানের নাগরিকের হাতে খুন হয়েছে দুই ভারতীয়, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। মৃতরা দুই জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। এই ঘটনায় আরেক ভারতীয় আহতও হয়েছেন বলে খবর।
দুবাইয়ের একটি বেকারিতে ধর্মীয় স্লোগান দেওয়ার সময় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে খবর। ১১ এপ্রিল নির্মল জেলার সোয়ান গ্রামের অষ্টাপু প্রেমসাগর (৩৫) কে তলোয়ার দিয়ে খুন করা হয় বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে পরিবার। ওই বেকারিতেই সকলে কাজ করতেন বলে খবর। গত পাঁচ-ছয় বছর ধরে বেকারিতে কর্মরত ছিলেন ওই যুবক।
পরিবারের তরফে বলা হয়, তিনি শেষবার দুই বছর আগে তার পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। দুবাইয়ের ওই বেকারিতে ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন পাকিস্তানের এক নাগরিক। তিনি প্রেমসাগর-সহ তিনজনকে আক্রমণ করেন। তাঁদের মধ্যে দুই জন মারা গিয়েছেন এবং অন্য জন আহত হয়েছেন।
পরিবারের তরফে মৃতদেহ ভারতে আনতে সরকারকে আর্জি জানান হয়েছে। প্রেমসাগরের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে এই খুনের নিন্দা করেন জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় এই মন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে তিনি কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ওই দুই জনের দেহ দ্রুত দেশের ফিরিয়ে নিয়ে আসা এবং পরিবারের সদস্যদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। ওই দুই জনের খুনের বিচার যেন দ্রুত হয় সেই ব্যাপারে বিদেশ মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।