নয়াদিল্লি: পুণ্যার্থীদের (pilgrims) সংখ্যা হুড়মুড়িয়ে কমছে। পর পর দুদিন তাই অমরনাথ যাত্রা(amarnath yatra) বন্ধ (suspend) রাখল প্রশাসন। তবে এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, যাত্রা শেষ হওয়ার আগে পুণ্যার্থীদের আরও একটি ব্যাচ পাঠানো হতে পারে। সেক্ষেত্রে কত জন দর্শনে আসছেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।


কী পরিস্থিতি?
গত কয়েক দিন ধরে ভগবতী নগর বেসক্যাম্পের অবস্থা কার্যত খণ্ডহরের মতো। লোকজন নেই। কমিউনিটি কিচেন পরিষেবা গুটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ বছর ৩০ জুন থেকে অমরনাথ দর্শন শুরু হয়। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত। ৩ হাজার ৮৮০ মিটার উঁচু ওই তীর্থস্থলে যাওযার মূলত দুটি রাস্তা রয়েছে। একটি অনন্তনাগের  নানওয়ান-পহেলগাম রুট, অন্যটি গান্ডেরবালের বালতাল রুট। দ্বিতীয় পথটি তুলনামূলক ভাবে ১৪ কিলোমিটার ভাবে কম। 
 
কেন এমন পরিস্থিতি?
গত ২ আগস্ট জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা পুণ্যার্থীদের কাছে ৫ আগস্টের মধ্যে দর্শন সেরে আসার আবেদন জানিয়েছিলেন। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই ওই আর্জি জানানো হয়। তার পর থেকে ধীরে ধীরে পুণ্যার্থীর সংখ্যা কমছে, পর্যবেক্ষণ প্রশাসনের। তবে চলতি বছরে এখনও পর্যন্ত ৩ লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শনে এসেছেন। 


প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়...
এ বছর অমরনাথ-যাত্রা শুরু হওয়ার পর মেঘভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। গত ৮ জুলাইয়ের ওই ঘটনায় ভেসে গিয়েছিল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। প্রথম দিনেই ১৫ জনের মৃত্যুর খবর আসে। উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দল। তারপরেই স্থগিত করে দেওয়া হয় অমরনাথ যাত্রা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগায় NDRF। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


আরও পড়ুন:রাজ্যে কমল কোভিড সংক্রমণ, থামল না শুধু মৃত্যু