কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘন্টায় কমল কোভিড সংক্রমণ (Covid Positive)। পাশাপাশি কমল কোভিডে মৃত্যুর সংখ্যাও। রাজ্যের গত ২৪ ঘন্টায় কোভিড বুলেটিন অনুযায়ী, বাংলায় কোভিডের মৃত্যুর (Covid Death Toll) সংখ্যা ২। পাশাপাশি বাড়ল সুস্থতার হারও। সুতরাং রাজ্যের কোভিড গ্রাফে (Covid Graph) ভাল খবরই উঠে এল রবিবার। রাজ্য কোভিড বুলেটিন সূত্রে খবর, রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৭৩৮ জন। সুতরাং কোভিড সংক্রমণের হার নিঃসন্দেহভাবে কিছুটা হলেও কমেছে।
রাজ্যে গত ২৪ ঘন্টায় কমল সারা বাংলায় পজিটিভিটি রেট
রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় হোম আইসোলেশনের সংখ্যা ছিল ৮ হাজার ৪২ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা হয় ৭ হাজার ৬২৮ জন। পাশাপাশি কমল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৫.৯০ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় তা কমে হয় ৫.৩৪ শতাংশ। প্রসঙ্গত, রাজ্যে কোভিডের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের ঢেউ অবধি সবচেয়ে ভয়াবহ ছিল দ্বিতীয় বর্ষ। কারণ ফুসফুসে সংক্রমণ হয়ে সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল সেবছরই। কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে হুড়োহুড়ি সবই ছিলব। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যেমন অনেকে পাননি। তেমনই অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে বাড়িও ফিরতে পারেননি। তারপর কোভিড বিধির জেরে প্রিয় জনের বিয়োগে, শেষ দেখাটাও দেখতে পারেনি পরিবার। কারণ সংক্রমণের ভয়াবহতা ছড়িয়েছিল সর্বত্র।
আরও পড়ুন, 'বোরোলিন মেখে চলি', সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ
কোভিডে মৃত্যু শূন্য না হলেও গত ৪৮ ঘন্টার থেকে কমেছে
অপরদিকে, এদিন কোভিডে মৃত্যু শূন্য না হলেও গত ৪৮ ঘন্টার থেকে কমেছে। গত ৪৮ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। তবে কোভিডের এই দীর্ঘ মেয়াদি সংক্রমণে কার্যত ক্লান্ত সকলেই। অনেকেই ইচ্ছে হারিয়েছেন পরীক্ষাটুকুরও। যদিও তা বলে থেমে নেই করোনাভাইরাস। আগের থেকে কম ভয়াবহ ভ্যারিয়েন্ট হলেও, এখনও আশঙ্কা মুক্ত হতে পারেনি কলকাতা তথা রাজ্যবাসী। যদিও কোভিড বুলেটিন বলছে, এই মুহূর্তে ভ্যাকসিন দেওয়া হয়েছে এদিন প্রায় দেড় লাখের উপরে। সুতরাং ভ্যাকসিন নেওয়ার পরে ভাইরাসের থাবা থেকে মুক্তি না মিললেও, গত বছরের নিরিখে মৃত্যু কমেছে অনেকটাই।