নয়াদিল্লি : হঠাৎ স্তব্ধ পরিষেবা, IRCTC সাইট ও অ্যাপে বন্ধ রেলের টিকিট কাটার সুবিধা। আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, কিছু প্রযুক্তিগত কারণে এই মুহূর্তে আইআরসিটিসি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রেলের টিকিট কাটার পরিষেবা বন্ধ রয়েছে। টেকনিক্যাল টিম দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার কাজ চালাচ্ছে। 


ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) তরফে আপাতত সমস্যা চলাকালীন  দিশার মাধ্যমে টিকিট কাটার কথা জানানো হয়েছে। অ্যামাজন (Amazon), মেক মাই ট্রিপের (Make My Trip) মতো সংস্থার মাধ্যমে টিকিট কাটার কথা সোশাল মাধ্যমে জানানো হয়েছে আইআরসিটিসি-র তরফে ট্যুইট করে। 


কীভাবে ট্রেনের টিকিট ?


অ্যামাজন অ্যাপ বা ওয়েবপেজে গিয়ে অ্যামাজন পে (Amazon Pay) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ট্রেন অপশন সিলেক্ট করে টিকিং বুকিংয়ে যেতে হবে। সেখান থেকে ট্রেন সিলেক্ট করে বাকি তথ্য দিয়ে দিয়ে টিকিট বুকিং করতে হবে।


আর মেক মাই ট্রিপের ক্ষেত্রে ট্রেন অপশনে গিয়ে নির্দিষ্ট ট্রেন ও পছন্দের কর্মাটমেন্ট সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর সেখানে আইআরসিটিসি ইউজার আইডি ও পাসওয়ার্ড বসাতে হবে। সেখান থেকে মেক পেমেন্ট অপশনে গিয়ে আরও একবার IRCTC -র User ID ও Password দিতে হবে। পেমেন্ট করা ও ক্যাপচা কোড মিলিয়ে সাবমিট করলেই কাটা হয়ে যাবে ট্রেনের টিকিট। 


আপনার ই-মেল আইডি ও ফোন নম্বরে মেসেজের মাধ্যমে চলে আসবে ট্রেন বুকিংয়ের কনফারমেশন।