কলকাতা: আজ সপ্তমী। সকালেই নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয়েছে মাতৃ আরাধনা। ৯ টি পত্রিকাকে স্নান করিয়ে, কলাগাছকে নতুন শাড়ি পরিয়ে, আরতি করে তাকে নিয়ে যাওয়া হয় মণ্ডপে। সেখানে প্রতিষ্ঠার পরই শুরু হয়েছে সপ্তমীর মূল পুজো। এই নবপত্রিকা স্নানের মাধ্যমে প্রকৃতির সঙ্গে দেবীর মেলবন্ধনের সূচনা হয়।
মহালয়ায় উদ্বোধনের পর থেকেই শহরের রাস্তায় নেমেছে দর্শর্নার্থীদের ঢল। মধ্যাহ্ন থেকে মধ্যরাত্রি অবধি চলছে ঠাকুর দেখা। ষষ্ঠীর বোধনের পর ভিড় বেড়েছে বইকি। বৃষ্টির হুঙ্কার না থাকায় মহাষষ্ঠী কেটেছে সানন্দে। তবে সপ্তমীর সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। আবহাওয়া দফতরও বৃষ্টির সম্ভাবনার কথা বলে রেখেছে।
সপ্তমীর সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে অল্পবিস্তর। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে নবমী থেকে। দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তমী ও অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার জেরেই নবমী থেকে বৃষ্টি বাড়বে। জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে হাওড়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে।