দেখুন! রিয়্যালিটি শোয়ের সেটে জ্ঞান হারানো ব্যক্তিকে বাঁচালেন অক্ষয় কুমার
ABP Ananda, Web Desk | 05 Oct 2019 10:22 AM (IST)
ট্যাঙ্কে উঠে পড়ে ওই ব্যক্তিকে সাহায্যের চেষ্টা করেন তিনি। নিজের কোলে শুইয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।
মুম্বই: অক্ষয় কুমার এখন ব্যস্ত হাউসফুল ৪ ছবির প্রমোশনে। এরই মধ্যে আচমকা অজ্ঞান হয়ে যাওয়া এক ব্যক্তিকে বাঁচাতে ছুটে এলেন তিনি। একটি রিয়্যালিটি শোয়ের সেটে ঘটেছে এই ঘটনা। ওই রিয়্যালিটি শোয়ে অক্ষয় গিয়েছিলেন হাউসফুল ৪-এর প্রমোশনে। ভিডিওয় দেখা যাচ্ছে, অভিনেতা আলি আসগর ও এক ক্রু সদস্য একটি জলের ট্যাঙ্কের ওপর উঠেছেন। আচমকা ওই ক্রু সদস্য জ্ঞান হারিয়ে ফেলেন, নীচে পড়ে যান তিনি। আলি তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন, অন্যান্য ক্রু সদস্যরা ছুটে আসেন। সকলের আগে আসেন অক্ষয়। ট্যাঙ্কে উঠে পড়ে ওই ব্যক্তিকে সাহায্যের চেষ্টা করেন তিনি। নিজের কোলে শুইয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। দেখুন ভিডিও