কলকাতা: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে শহরের রাস্তায় ফের চলতে শুরু করল অটো। লকডাউন ঘোষণার পর থেকে অটো চলাচল বন্ধই ছিল। লকডাউনের চতুর্থ পর্যায়ের ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী জানান, ২৭ মে থেকে অটো চলতে শুরু করবে শহরে। তবে মানতে হবে বিশেষ নিয়ম। করোনা সতর্কতা মেনেই তৈরি হয়েছে নিয়ম।
করোনা-সাবধানতা অবলম্বন করে অটো চালাতে হবে। দূরত্ব-বিধি মানতে চালক ছাড়া ২ জন করে যাত্রী নেওয়া হচ্ছে। সকলের মাস্ক পরা বাধ্যতামূলক।
বেশ কয়েকটি রুটে ভোর বেলা থেকেই বুধবার চোখে পড়ে অটো। উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্রই দেখা মিলছে অটোর। নির্দিষ্ট ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। যদিও বেশি ভাড়া গুণেই শুরু হয়েছে যাতায়াত। নির্দিষ্ট ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। যদিও, যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশি ভাড়া গুণতে আপত্তি নেই, এমনটা বলছেন অনেকেই। উত্তর কলকাতার উল্টোডাঙা থেকে জোড়াবাগান রুটে অটোভাড়া যেখানে সাধারণত ১৪ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ২০ টাকা। দক্ষিণ কলকাতায় অটো চলছে, হাজরা মোড় থেকে বন্ডেল গেট, হাজরা মোড় থেজে বালিগঞ্জ, রাসবিহারি থেকে বেহালা, রাসবিহারি থেকে গড়িয়াহাট রুটে । জানা যাচ্ছে, ৮-১০ টাকা যে রুটে সাধারণ ভাড়া, সেখানে নেওয়া হচ্ছে ১০ থেকে ১৫ টাকা অবধি।
আবার সিঁথির মোড় থেকে কামারহাটি রুটে সাধারণ ভাড়াতেই চলছে অটো।
কলকাতায় ২ জন যাত্রী নিয়ে চলছে অটো, কোথায় বাড়ল ভাড়া, কোথায় বাড়ল না?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 08:28 AM (IST)
উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্রই দেখা মিলছে অটোর। যদিও বেশি ভাড়া গুণেই শুরু হয়েছে যাতায়াত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -